Beanibazarview24.com
শাকিব খানের বলয় থেকে বেরিয়ে নিজেকে সফল অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন বুবলী। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত তার অভিনীত দুটি সিনেমাই হাউজফুল যাচ্ছে।
তবে ঈদে আরও মুক্তি পাওয়ার কথা ছিল জিয়াউল রোশান ও শবনম বুবলী অভিনীত সিনেমা রিভেঞ্জও। কিন্তু শেষমেষ ঈদ বাজার থেকে ছিটকে যায় সিনেমাটি।
গেল বছরই প্রকাশ করা হয়েছিল ‘রিভেঞ্জ’র ফার্স্ট লুক। সিনেমায় রোশানের মারকাটারি লুকস দারুণ সাড়া ফেলে তখন। তবে ঈদে মুক্তি না পেলেও সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী রোশান।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘রিভেঞ্জ’ সিনেমার গল্পটি দারুণ। অ্যাকশন, রোমান্সের মিশেলে পারিবারিক সিনেমা যাকে বলে। সবার ভালো লাগার মতো একটি গল্প।
সহশিল্পী হিসেবে বুবলী কেমন? এমন প্রশ্নে রোশান বলেন, বুবলী পরিশ্রমী একজন অভিনেত্রী। আমাদের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে।
ছয় বছর আগে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নিজের উপস্থিতির জানান দেন রোশান। একই বছর শাকিব খানের বিপরীতে অভিষেক হয় শবনম বুবলীর। দুজনেই ক্যারিয়ারের পাঁচ বছরের মাথায় ‘চোখ’ সিনেমায় জুটি হন তারা। এরপর কাজ করেন ‘রিভেঞ্জ’-এ।
জুটি হিসেবে এখন পর্যন্ত সাতটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রোশান-বুবলী। এর কারণ হিসেবে চিত্রনায়ক বলেন, নির্মাতা এবং প্রযোজকরা আমাদের জুটিকে বেশি ডাকছে। তাই এখন আমার সর্বাধিক সিনেমায় বুবলীর সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছি।
প্রসঙ্গত, সবশেষ নির্মাতা দেবাশীষ বিশ্বাসের রোমান্টিক-কমেডি সিনেমা ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রোশান ও বুবলী। এখন দেখার অপেক্ষা বড়পর্দায় এই জুটিকে কতোটা গ্রহণ করেন সিনেমাপ্রেমীরা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.