Beanibazarview24.com






যুক্তরাজ্যের কার্ডিফ বাংলা একাডেমির পরিচালক কবি মুনিরা চৌধুরী (৩৯) সেখানে এক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। এখন পর্যন্ত এ দুর্ঘটনার কারণ জানাতে পারেননি মুনিরার স্বজনরা। কার্ডিফ পুলিশও এ বিষয়ে কিছু জানাতে পারেনি।



নিহতের যুক্তরাজ্য প্রবাসী ফুপাতো বোন রাশেদা আক্তার রবিবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে আটটায় জানান, রবিবার কার্ডিফে দুর্ঘটনায় নিহত হয়েছেন মুনিরা।



রাশেদা আক্তার আরও জানান, মুনিরার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যে হলেও বাংলাদেশের সংস্কৃতিতে বড় করার উদ্দেশে মা-বাবা তাকে লেখাপড়ার জন্য বাংলাদেশে পাঠান। পরবর্তী সময়ে মুনিরা বাংলায় কবিতা ও গদ্য লেখা শুরু করেন। তার বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়। তিনি তিন সন্তানের জননী মুনিরার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল।



ব্রিটেনে বাংলাদেশি সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মুনিরা ছিলেন সেখানকার বাঙালিদের কাছে পরিচিত মুখ। তার মৃত্যুতে প্রবাসী বাঙালিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।









Comments are closed, but trackbacks and pingbacks are open.