Beanibazarview24.com






লন্ডনে গত সোমবার পৃথক পৃথক ঘটনায় দুই মহিলা খুন হয়েছেন। এদের একজন ইস্ট লন্ডনের ইলফোর্ডের বাসিন্দা ৮ মাসের গর্ববতী ৫ সন্তানের জননী সানা মোহাম্মদ।



অপর ৬২ বছর বয়সী বৃদ্ধা হচ্ছেন তানসিন শেখ। তাকে সাউথ লন্ডনের বেলহাম পার্ক রোড়স্থ নিজ ঘরে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ১২ নভেম্বর সোমবার ভোররাতে।



এঘটনায় উক্ত মহিলার স্বামী নেছার খান ৬৬ কে আটক করেছে পুলিশ। পুলিশ আর কাউকে এ হত্যার সাথে সন্দেহ করছেনা। তাকে এ হত্যার সাথে সম্পৃক্ত হিসেবে অভিযুক্ত করা হয়েছে। তাকে আজ কোর্টে তুলা হবে।



এদিকে সোমবার সকালে নিজ ঘরে প্রবেশ করে ৫ সন্তানের মা সানা মোহাম্মদকে তার সন্তানদের সামনেই হত্যা করে সাবেক স্বামী। ৩৫ বছর বয়সী সানার পেটে আট মাসের বাচ্চা ছিল।



ঘটনার সাথে সাথে বর্তমান স্বামী ইমতিয়াজ মোহাম্মদ পুলিশ ডাকেন। হাসপাতালে ডাক্তাররা জরুরী ভিত্তিতে অপারেশন করে পেটের বাচ্চাকে বাঁচাতে পারলেও মাকে বাঁচাতে পারেননি। সকাল ১১টার দিকে মৃত্যুবরণ করেন সানা। ডাক্তাররা জানিয়েছেন শিশুটির প্রায় এক ইঞ্চি দূরে তীরের আঘাত লেগেছে।



পুলিশ ঘটনাস্থল থেকে সানার ঘাতককে গ্রেফতার করেছে। ৫০ বছর বয়সী ঘাতককে মঙ্গলবার বার্কিংসাইড ম্যাজিস্ট্রেইট কোর্টে হাজির করে সানা মোহাম্মদ হত্যার দায়ে অভিযুক্ত করে। বৃহস্পতিবার তাকে ওল্ডবেইলি কোর্টে হাজির করার কথা রয়েছে। এই হত্যার দায়ে আর কাউকে খোঁজছে না পুলিশ।








Comments are closed.