Beanibazarview24.com






লন্ডনের রাস্তায় অথবা পাবলিক প্লেসে পানের পিক ফেললেই একশো পাউন্ড জরিমানা বিধান করেছে লন্ডনের
ব্রেন্ট কাউন্সিল। চলতি মসের শুরু থেকে এই বিধান চালু হয়েছে।



ব্রেন্ট এলাকায় প্রচুর এশিয়ান মানুষের বসবাস হওয়ায় সেখানের রাস্তা ঘাটে পানের পিকে নোংরা হয়ে যাচ্ছে নগরীর পরিবেশ।
এশিয়ান অভিবাসীদের নিত্য সঙ্গী হচ্ছে পান,চুন। মুখে পান চিবিয়ে চিবিয়ে সুযোগ পেলেই যত্রতত্র পানের পিক ফেলে দেন অনেকেই। এ অবস্থায় স্থানীয় কাউন্সিল বাধ্য হয়েছে জরিমানা করতে।



কারন এইসব নোংরা, আবর্জনা পরিষ্কার করতে ব্রেন্ট কাউন্সিলকে বছরে ত্রিশ চল্লিশ হাজার পাউন্ড অতিরিক্ত খরচ করতে হয়।
যদিও পান-সুপারির ক্ষতিকর দিক নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে স্থানীয় কমিউনিটির সাথে, কিন্তু রাস্তা ঘাটে এই পানের পিকের বিষয়টি মহামারী আকার ধারন করছে দিনদিন।



পরিবেশ সুরক্ষার দায়িত্বে নিয়োজিত ব্রেন্ট কাউন্সিলর ক্রুপা শেট বলেন, কাউন্সিলের সৌন্দর্য্য ও পরিবেশ সুরক্ষায় জিরো টলারেন্স দেখাবে।
অন্যদিকে লন্ডনের প্রাণকেন্দ্র হোয়াইট চ্যাপল ও ব্রিকলেইন এলাকায় পানের পিকের কারনে রাস্তা ঘাটের অবস্থা খুবই খারাপ। কিছু কিছু রাস্তা প্রায় বাংলাদেশের অলিগলি রাস্তার মতোই অপরিষ্কার।
ব্রেন্ট কাউন্সিলের মতো লন্ডন টাওয়ার হ্যামলেটস ও পানের ব্যাপারে একই বিধান করতে পারে বলে ধারনা করা হচ্ছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.