Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

লিংক না খোজার অনুরোধ অভিনেত্রী তাসনিয়া ফারিণের

সোশ্যাল মিডিয়া বেশ সরব অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঘুরে বেড়ানো তো বটেই নিজের কাজের আপডেটটা নিয়মিত জানিয়ে দেন অভিনেত্রী।

এবার নিজের ছবির অন্যরকম এক প্রচার করলেন ফেসবুকে। প্ল্যাটফর্মটির সার্চ অপশনে বেশিবার খোঁজা হচ্ছে সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ জুটির প্রথম সিনেমা ‘পুনর্মিলনে’।

সেই সার্চবারের স্কিনশট শেয়ার করে লিখলেন, ‘লিংক না খুঁজে চরকিতে গিয়ে দেখেন। ডেসক্রিপশন-এ দিয়ে দিচ্ছি।’

ছবিটি গেল বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মটিতে। মিজানুর রহমান আরিয়ানের এই সিনেমার গল্পটি কাজিনদের সম্পর্কের নানান বাঁক, মাত্রা, আনন্দ, হাসি, টুকরো অভিমান, টানাপোড়ন, সংশয় আর দ্বন্দ্বের।
লিংক না খোজার অনুরোধ অভিনেত্রী তাসনিয়া ফারিণের


তাসনিয়া ফারিণের এমন প্রচারের কৌশলে নেটজেনরাও বেশ মজা পেয়েছেন। অনেকেই মন্তব্যঘরে জানিয়েছেন, মাত্র দেখে শেষ করলাম। শেষটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। খুব ভালো লেগেছে। আবার কেউ কেউ লিখেছেন, ভেবেছিলাম অন্য কোনো কিছুর লিংক কি না।

পুনর্মিলনের গল্প নিয়ে ফারিণ বলেছিলেন, একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প দেখানো হয়েছে। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তার সঙ্গে আমার ছোট পর্দায় অল্প কিছু কাজ হয়েছে। কিন্তু আমি অবাক হই যে দর্শক আজও আমাদের প্রত্যেকটা কাজের কথা মনে রেখেছে।

সিয়ামের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, সিয়াম দারুণ গুণী একজন অভিনেতা। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমি আনন্দিত। আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই। এই সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে। বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, যারা বন্ধু হারিয়েছে তারা এই সিনেমা দেখে কাঁদবে। দর্শক নিজেকে আবিষ্কার করবে ভালোবাসার এক পুনর্মিলনে।

সিয়াম-ফারিণ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্যসহ অনেকে।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.