Beanibazarview24.com






লিঙ্গে রশি বেঁধে গাড়ি দূরে টেনে নিয়ে যাওয়ার কেরামতি দেখাবেন তিনি। আর তার এই কাজ দেখতে জড়ো হয়েছে শত শত মানুষ। এমন কীর্তির জন্য ভক্তদের কাছে ‘লিঙ্গ বাবা’ নামে পরিচিত তিনি।
ভারতের বিহার রাজ্যের ধর্মীয় এই গুরু দেখাবেন তার আধ্যাত্মিক ক্ষমতা। ধর্মগুরু হলেও তিনি ‘লিঙ্গ বাবা’ নামেই ভক্তদের কাছে সমধিক পরিচিত।
শরীরের গোপনীয় স্থানে রশি বেঁধে প্রাইভেট কার টেনে নিয়ে যেতে পারেন তিনি। লিঙ্গের সঙ্গে গাড়িতে সাদা একটি রশি বাঁধার পর ভারী এই যান টেনে নিয়ে গেছেন প্রায় ১০০ ফুট দূরে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তার এই কাণ্ড দেখতে বিহারের মুঙ্গার জেলার হারপুর গ্রামে শত শত মানুষ জমায়েত হয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, গ্রামবাসীরা বলেছেন যে, শৈশবকালে আধ্যাত্মিক ক্ষমতা অর্জনের জন্য বাবা চলে সাধনা করতে চলে যান। পরে বেশ কয়েক বছর পর তিনি এলাকায় ফিরে আসেন।
বিহারের এই লিঙ্গ বাবা বলেন, ‘এটা কোনো শিল্প নয়। এটা ঈশ্বরের শক্তি, ভক্তির শক্তি। ঈশ্বরকে ভক্তি করে যে কেউ যেকোনো ক্ষেত্রে এমন কাজ করতে পারেন।’
ভিডিওটি দেখতে চাইলে এখানেই ক্লিক করুন
Comments are closed, but trackbacks and pingbacks are open.