Beanibazarview24.com





লিবিয়ায় নিহ’ত ২৬ জনসহ ৩৮ বাংলাদেশি জি’ম্মি ছিলেন
লিবিয়ায় মা’নবপা’চারকারীদের হাতে আক্র’মণের শি’কার হওয়া মোট বাংলাদেশি ছিলো ৩৮ জন। এর মধ্যে ২৬ জনকে হ’ত্যা করা করা হয় এবং আহ’ত ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরজন পালিয়ে দূতাবাসকে খবর দেয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের কাছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শ্রম আ স ম আশরাফুল ইসলামের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়, ২৮ মে লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহ-তে কমপক্ষে ২৬ জন বাংলাদেশিকে লিবিয়ান মিলিশিয়ারা গু’লি করে হ’ত্যা করে। এরমধ্যে একজন প্রাণে বেঁচে যাওয়া বাংলাদেশির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হয়।
তিনি জানান, ১৫ দিন আগে কাজের স’ন্ধানে বেনগাজী থেকে ত্রিপলি শহরে নিয়ে আসার পথে তিনিসহ মোট ৩৮ জন বাংলাদেশি মিজদাহ শহরে মা’নবপা’চারকারীদের হাতে মু’ক্তিপণ আ’দায়ের জন্য জি’ম্মি হন। অ’ত্যাচার নি’র্যাতনের একপর্যায়ে মূল অপ’হর’ণকারী লিবিয়ান ব্যক্তিকে হ’ত্যা করে অপ’হৃ’তরা।
এর জের ধরে অন্য দু’ষ্কৃতিকারীরা আকস্মি’কভাবে তাদের ওপর এলোপাতাড়ি গু’লি করে। এতে ২৬ জন বাংলাদেশি নিহ’ত হয়। এদের ম’রদে’হ মিজদাহ হাসপাতালে রয়েছে। বাকিরা গু’লিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
ওই হাসপাতালের পরিচালক ও লিবিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উল্লেখ করে চিঠিতে আরো বলা হয়, নিহ’তদের মর’দেহ’গুলোর বিষয়ে আইন অনুযায়ী তারা ব্যবস্থা করবেন।
এছাড়া আহত ১১ জনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ত্রিপলি মেডিক্যাল সেন্টারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে পৌছানোর পর আহ’তদের সঙ্গে দেখা করে ঘটনার বিবরণ জানার পর নি’হত’দের পরিচয় উদঘাটনের ব্যবস্থা নেওয়া হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.