Beanibazarview24.com
চলমান বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ শামি। বল হাতে শুধু ব্যাটারদেরই হৃৎকম্পন তোলেন না তিনি। তরুণীদের হৃদয়ও ধুকুপুকু করে তার জন্য। এই তালিকায় আছেন বলিউড অভিনেত্রী পায়েল ঘোষ। শামির পারফর্মেন্সে রীতিমতো মুগ্ধ তিনি। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তা।
চলমান বিশ্বকাপে অপরাজেয় ভারত। গতকাল সেমিফাইনালে নিউজিল্যান্ডে ৭০ রানে হারিয়েছে দলটি। এতে সবচেয়ে অবদান শামির। বল হাতে প্রতিপক্ষের শিবিরে তাণ্ডব চালিয়েছেন তিনি। একাই তুলে নিয়েছেন ৭ উইকেট। তাই দেখে তার প্রতি প্রেমে গদগদ পায়েল।
নিজের এক্স হ্যান্ডেলে একের পর এক টুইট করেছেন পায়েল। একটিতে তিনি লিখেছেন, ‘শামি, ইউ বিউটি।’ এছাড়া সাত উইকেট নেওয়ার পর অন্য একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘অবিশ্বাস্য।’
নেটমাধ্যমে শামির প্রতি এর আগেও ভালোবাসা প্রদর্শন করেছেন পায়েল। কয়েকদিন আগে কোনওরকম রাখঢাক না রেখে এক্স হ্যান্ডেলে শামিকে পায়েল সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, “শামি তুমি শুধু ইংরেজিটা শিখে নাও, আমি তোমাকে বিয়ে করার জন্য তৈরি।”
এরপর আরও এক পোস্টে লিখেছিলেন, ‘দিল ডুবা তেরে প্যায়ার মে (আমার হৃদয় তোমার প্রেমে মজেছে)’।
যদিও পায়েলের টুইটের পরিবর্তে কোনওরকম প্রত্যুত্তর করেন না শামি। সোশাল মিডিয়ায় খুব একটা সক্রিয়ও নন তিনি। তবে টিম জিতলে কিংবা নিজের কোনও সাফল্যে নেটপাড়ায় তার অস্তিত্ব টের পাওয়া যায়।
এদিকে পায়েলও পরিচিত মুখ। বঙ্গকন্যা হয়েও বেশ কয়েকটি দক্ষিণি সিনেমায় কাজ করেছেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘মিস্টার রাস্কেলস’, ‘উসারাভেল্লি’, ‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’ উল্লেখযোগ্য। সেইসঙ্গে রাজনীতির মাঠেও বিচরণ রয়েছে পায়েলের।
Comments are closed, but trackbacks and pingbacks are open.