Beanibazarview24.com





শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির আটটি স্থানে বোমা হামলায় নিহতের সংখ্যা ৩৬০ ছাড়িয়েছে। বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত ২৬০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৫শ’র বেশি মানুষ।
শ্রীলংকায় ইস্টার সানডের প্রার্থনার সময় হামলার ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে এক মিসরীয় ও বেশ কয়েকজন পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে।-খবর ডন অনলাইনের
তবে তিন গির্জা ও তিন বিলাসবহুল হোটেলে ওই হামলার ঘটনায় তারা সরাসরি যুক্ত কিনা, তা নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি পুলিশ।
বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য ১৬ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট আটকের সংখ্যা দাঁড়াল ৭৬ জন। যাদের মধ্যে এক সিরীয় নাগরিকও রয়েছেন।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, রাতে যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে একজনর সঙ্গে সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক রয়েছে।
আটক মিসরীয়র কোনো বৈধ পাসপোর্ট নেই। রাজধানী কলম্বো থেকে ৭০ কিলোমিটার দূরে একটি প্রতিষ্ঠানে তিনি আরবি পড়াতেন। গত সাত বছর ধরে তিনি দেশটিতে বসবাস করে আসছিলেন।
পুলিশের এক মুখপাত্র বলেন, আটক বিদেশিদের মধ্যে একদল পাকিস্তানিও রয়েছেন। বিদেশিদের একটি বড় সংখ্যার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা শ্রীলংকায় থাকছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.