Beanibazarview24.com
ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে অন্যদের মতো ফেসবুকে দেখা যায় না। তিনি ঘুরে বেড়ান ইনস্টাগ্রামে। মনের আনন্দ, ক্ষোভ কিংবা হতাশা প্রকাশ করেন সেখানেই। এবারও তার ব্যতিক্রম ঘটল না।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন প্রভা। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে তাকে। মুহূর্তটা যে বেশ সুখকর তা প্রভার অভিব্যক্তিতেই ফুটে উঠেছে। ওই ভিডিও থেকে ভেসে আসা একটি পুরুষ কণ্ঠ।
শোনা যায়, ‘অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। কিন্তু ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই।’
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না; কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে।’
এদিকে প্রভার ওই পোস্টের মন্তব্যের ঘরে ভিড় করেছেন অনুরাগীরা। অনেকেই সহমত প্রকাশ করেছেন তার সঙ্গে। বিভিন্ন জন বিভিন্নভাবে প্রকাশ করেছেন বিষয়টি। সেইসঙ্গে অনেকে প্রিয় তারকাকে পর্দায় নিয়মিত দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.