Beanibazarview24.com






আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে তিউনিসিয়ায় সম্পত্তিতে নারীপুরুষের সমান অধিকার বিল পাশ হয়েছে। এর মাধ্যমে নারী-পুরুষেরা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির সমান ভাগ পাবেন। খবর রয়া নিউজের।
গত ২৩ নভেম্বর দেশটির মন্ত্রীসভা পরিষদ নতুন এই বিল পাস করে। বিলটি পাস করার আগে দেশটির মন্ত্রীসভায় ব্যাপকভাবে আলোচনা করা হয়।দেশটির প্রেসিডেন্ট বেজি ক্যাড এসেবসি ২০১৭ সালের আন্তর্জাতিক নারী দিবসে প্রথমবারের মত এই বিল তৈরি করার জন্য পরামর্শ দেন।
তিউনিসিয়ার অনেক মুসলিম এই বিলের বিরোধিতা করে আসছিলন। তাদের অভিযোগ নতুন এই আইন ইসলাম বিরোধী। তবে প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হয়, কেউ চাইলে সম্পত্তির ভাগ ইসলাম মোতাবেক করতে পারবেন।
এছাড়া ২০১৭ সালে প্রেসিডেন্ট এসেবসি দেশটির নাগরিকদের ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করার জন্য স্বতন্ত্র স্বাধীনতা ও সমানাধিকার কমিটি গঠন করেন।
তিনি আরো বলেন, তিউনিসিয়া সংবিধান দেশটির নাগরিকদের মতামতের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এছাড়া নাগরিকদের সমানাধিকার নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
তারই ধারাবাহিকতায় সম্পত্তিতে নারীপুরুষের সমান অধিকার বিল পাস হয়েছে বলে জানানো হয়।
তবে ২০১৭ সালে তিউনিসিয়ায় এক জরিপে উঠে আসে ভিন্ন চিত্র। জরিপে দেশটির ৬৩ শতাংশ নাগরিক এই বিল নিয়ে বিপক্ষে রায় দেয় যার মধ্যে ৫২ শতাংশই ছিলেন নারী।
Comments are closed, but trackbacks and pingbacks are open.