Beanibazarview24.com





আলোচিত-সমালোচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও তাঁর নির্বাচনি এলাকার এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে ‘আপক্তিকর’ কথোপকথন করেছেন। এই ফোনালাপের অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এ নিয়ে তার নির্বাচনি এলাকা মৌলভীবাজার-২ (কুলাউড়া)সহ সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। গতকার মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল থেকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ওয়াটসআপ, ইউটিউভে ফোনালাপ রেকর্ডটি ভাইরাল হয়ে যায়।



তবে সুলতান মনসুরের অনুসারী অনেকেই এই ফোনালাপটি নিয়ে সন্দেহ পোষণ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাদের মতে এই অডিও প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। তাই, এসব গুজবে কান না দেয়ারও পরামর্শ দেন তারা।
সুলতান মনসুর ও কুলাউড়ার পূর্ব প্রতাবী এলাকার পরিচয়ধানকারী ব্যক্তির মাঝে পুরো ৩ মিনিট ১২ সেকেণ্ডের ফোনালাপ নিচে তুলে ধরা হলো।
উল্লেখ্য, সিলেটভিউ২৪-এর পাঠকদের সুবিধার্থে শুদ্ধ ভাষায় তুলে ধরা হয়েছে। মূলত: কথোপকথন ছিলো আঞ্চলিক ভাষায়।
ব্যক্তি : হ্যালো
সুলতান মনসুর : কে? কোথায় থেকে?
ব্যক্তি : কুলাউড়া প্রতাবী থেকে
সুলতান মনসুর : কুলাউড়ার প্রতাবীর কে? পরিচয় দাও ব্যক্তি : পূর্ব প্রতাবী থেকে, ইয়ে আপনি কুলাউড়ায় আছেন না কি?
সুলতান মনসুর : আমি যেখানে থাকার সেখানে আছি, কেন? কি হয়েছে?
ব্যক্তি : না, বর্তমান পরিস্থিতিতে আপনারে দেখা যায় না।
সুলতান মনসুর : আমি কি ঘরে গিয়ে রান্না করে দিবো?
ব্যক্তি : কুলাউড়ায় আসবেন না?
সুলতান মনসুর : কুলাউড়ায় আসবো না কেন? প্রয়োজন হলে আসবো। এখন ঘর থেকে বের হওয়া যাবে না, শোন নি?
ব্যক্তি : জ্বি শোনছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের দিকে একটু খেয়াল করবেন।
সুলতান মনসুর : ওয়ার্ডে ওয়ার্ডে তো সাহায্য যাচ্ছে।
ব্যক্তি : ওয়ার্ডে ওয়ার্ডে তো মেম্বার চেয়ারম্যানরা দিচ্ছেন।
সুলতান মনসুর : মেম্বার চেয়ারম্যানরা এগুলো কোথা থেকে দিচ্ছে? মক্কা শরীফ থেকে এনে দিচ্ছে নাকি? না ওদের বাবার ঘর থেকে এনে দিচ্ছে? নাকি তোমার বাবার ঘর থেকে নিয়ে দিচ্ছে?
ব্যক্তি : তারা তাদের তহবিল থেকে তো দিতে পারছে না..
সুলতান মনসুর : তাদের কিসের তহবিল? এগুলো আমাদের তহবিল। তাদের আবার তহবিল কিসের? তাদের কোন তহবিল নাই।
ব্যক্তি : সব মানুষ বলছে..
সুলতান মনসুর: সব মানুষ কি বলছে?
ব্যক্তি : বলছে যে এমপি সাহেবরে ভোট দিলাম, এমপি সাহেব আসছেন না..
সুলতান মনসুর : আমি গিয়ে কি করবো? তাদের বোনকে বিয়ে করবো? না আমার বোনকে তারা বিয়ে করবে? মানুষের খেয়ে ধেয়ে কোন কাজ নাই। আমি কি বিয়ে করতে যাবো কি না?
ব্যক্তি : বর্তমানে যারা গরীর টরীব আছে তাদের জন্য কিছু দিবেন না?
সুলতান মনসুর : তুমি গরীব না কি?
ব্যক্তি : গরীবই তো। আমরা কাজে বাইরে যেতে পারছি না।
সুলতান মনসুর : কাজে যেতে না পারলে গলায় রশি লাগাইয়া..ভুকশিমইলের হাওরে ডুব দাও।
ব্যক্তি : কাজ করা যাচ্ছে না, ঘর থেকে বাহির হওয়া যাচ্ছে না, আমরা খাবো কিভাবে?
সুলতান মনসুর : আগে যেভাবে খাইছো, ওভাবে খাও। তোমার মা বাবা তোমাকে খাওয়াবে। তারা তোমারে জন্ম দেয় নাই?
ব্যক্তি : দিছেন তো
সুলতান মনসুর : তাহলে তারা তোমাকে খাওয়াবে। শেখ হাসিনা খাওয়াবে নাকি?
ব্যক্তি : শেখ হাসিনা হলেন কিভাবে? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী জনগনই বানাইছে। এজন্য যে তাঁরা আমাদের খেয়াল করবেন, দেখবেন, খাওয়াবেন।
সুলতান মনসুর : ও, তারা কি ঘরে গিয়ে রান্না করে খাওয়াবে? রাখো ফোন, রাখো.. সব দূর্ণীতিবাজ, টাউট, বাটফার, রাখো…
-সিলেটভিউ২৪ডটকম
Comments are closed, but trackbacks and pingbacks are open.