Beanibazarview24.com






সিলেটবাসীদের যাতায়াত সহজতর করতে সান্ধ্যকালীন ফ্লাইট চালু হচ্ছে। বাংলাদেশ বিমান এয়ার লাইন্স এর সান্ধ্যকালীন ফ্লাইট চালুর ফলে সিলেটে বেশি যাত্রী আসা যাওয়া করতে পারবেন। এতে সিলেটে বিনিয়োগকারীদের যাতায়াত সহজতর হবে এবং সিলেটে বিনিয়োগ ও পর্যটন বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিলেট-ঢাকা-সিলেট রুটে শনিবার (আজ) থেকে চালু হচ্ছে সান্ধ্যকালীন ফ্লাইট। এখন থেকে সপ্তাহের প্রতিদিনই এই রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালিত হবে। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দাবির পরিপ্রেক্ষিতে এ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট রুটে ইউএস বাংলা ও নভো ইয়ারের ২টি করে ফ্লাইট ঢাকা থেকে সিলেটে আসা যাওয়া করত। একটি দুপুরে অপরটি সান্ধ্যকালীন ফ্লাইট রয়েছে। এ ফ্লাইট গুলোতে প্রায় ২৫০ জন যাত্রী যাতায়াত করতেন। বাংলাদেশ বিমান এয়ার লাইন্স এর সান্ধ্যকালীন ফ্লাইট চালুর ফলে সিলেটে আরোও বেশি যাত্রী আসা যাওয়া করতে পারবেন।
গত ১২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সঙ্গে সিলেট চেম্বারের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে ওয়াচ টাওয়ারে জনবল সংকট দূরীকরণের মাধ্যমে সিলেট-ঢাকা-সিলেট রুটে সান্ধ্যকালীন ফ্লাইট প্রতিদিন চালু রাখার দাবি জানালে মুখ্য সচিব সিলেট চেম্বারের এ দাবির ভিত্তিতে প্রতিদিন ফ্লাইট চালুর ব্যাপারে আশ্বস্ত করেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার (১ ডিসেম্বর) থেকে সিলেট-ঢাকা-সিলেট রুটে প্রতিদিন সান্ধ্যকালীন ফ্লাইট চালু হচ্ছে।
বাংলাদেশ বিমান সিলেটের এক কর্মকর্তা সিলেট-ঢাকা-সিলেট রুটে সান্ধ্যকালীন ফ্লাইট শনিবার থেকে চালু হচ্ছে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ রুটে ইউএস বাংলা ও নব ইয়ারের মোট ৪টি ফ্লাইট রয়েছে। এ ফ্লাইট গুলোতে প্রায় ২৫০ জন যাত্রী যাতায়াত করেন। বাংলাদেশ বিমান এয়ার লাইন্স এর সান্ধ্যকালীন ফ্লাইট চালুর ফলে সিলেটে আরোও বেশি যাত্রী যাতায়াত করবে। তবে কতজন যাত্রী বাড়বে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Comments are closed, but trackbacks and pingbacks are open.