Beanibazarview24.com





জকিগঞ্জের আটগ্রামের চারিগ্রাম নাজমুল ইসলাম পারুলের পুত্র মিছবাহ আহমদ হাসান (১৪) নিখোজ রয়েছে। আজ মঙ্গলবার সকালে লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে।



এর পর থেকে সন্ধান পায়নি পরিবার। ৭ম শ্রেণীর ছাত্র হাসানের চাচাতো ভাই ইমরান আহমদ তাপাদার জকিগঞ্জ বার্তাকে জানান পরনে স্কুল ড্রেস ছিলো তার। অনেক খুজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি।



কোনো ব্যক্তি সন্ধান পেলে ০১৭৩৪৬২২২২৪,,০১৭১৫৯২৮০৩৩ উপরোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।















Comments are closed, but trackbacks and pingbacks are open.