Beanibazarview24.com





সাত্তার আজাদ: শাফিয়া বেগমের জন্ম ২০০৪ সালে। যার জন্মই হয়েছিল হাত-পা ছাড়া। সে আজ চৌদ্দ বছরের কিশোরী। যার কি-না জড় বস্তুর মত বসে থাকা ছাড়া চলাফেরা করার উপায় ছিলনা। সেই শাফিয়া আজ স্বপ্ন দেখে শিক্ষক হবে এবং মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করবে।



সে হাতের কনুই দিয়ে লিখে পিএসসি পরীক্ষায় জিপিএ ৪.৭৮ পেয়েছে। এবার সে জেএসসি পরীক্ষা দিয়েছে। তার দাবি পরীক্ষা ভালো হয়েছে জিপিএ ৫ অর্জন করতে পারবে। জীবন নিয়ে সে খুবই আশাবাদি।



তার পিতা মো. আজমল হোসেন সিলেটের জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল থেকে এসে সিলেটের শামীমাবাদে বসবাস করছেন। তিনি চাকরী করেন নগরীর কুষ্ট হাসপাতালে। শাফিয়ার মাতা হুসনেআরা খাতুন সিলেট ওসমানী হাসপাতালে চাকরী করেন। পিতা-মাতার কোলে শাফিয়া একমাত্র সন্তান। তার পিতা-মাতার দাবি সরকারি সহযোগিতা পেলে মেয়েকে বিদেশে উন্নত চিকিৎসার মাধ্যমে হাত-পা সংযোজন করানো।



আসুন বীর সাহসী অদম্য আগ্রহী মেয়েটির জন্য সকলে দোয়া করি। সাহস যোগাই তার স্বপ্ন পূরণে। পোষ্টটি বেশি বেশি শেয়ার করি। যেন আপনার একটি শেয়ার শাফিয়ার কৃত্রিম হাত-পা সংযোজনে সহায়তা করে। সে সরকারি সহযোগিতা পায়।
ভিডিওটি দেখতে চাইলে এখানেই ক্লিক করুন
Comments are closed, but trackbacks and pingbacks are open.