Beanibazarview24.com
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে বেড়াতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নদীতে নামার পর স্রোতের তোড়ে ভেসে যান আবদুস সালাম (২৩) নামের ওই যুবক।
রবিবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনস্পটে এই ঘটনা ঘটে।
নিখোঁজ আবদুস সালাম ঢাকার মিরপুর-১১ এর মৃত আবুল কালামের ছেলে।
আবদুস সালামের সাথে বেড়াতে আসা মো. সাজ্জাদ হোসেন শাহীন জানান, মিরপুর থেকে তারা ৬ জন সাদাপাথর বেড়াতে এসেছিলেন। সাদাপাথর পর্যটনস্পটে গিয়ে তারা ধলাই নদীতে সাঁতার কাটতে নামেন। এসময় প্রবল স্রোতে আবদুস সালাম নিখোঁজ হন।
আব্দুস সালাম সাতার জানেন না বলে জানিয়েছেন তার সাথে ভ্রমণে আসা স্বজনেরা। ধলাই নদীতে স্রোত প্রবল থাকায় তিনি ভেসে গেছেন বলেও জানান তাঁরা। সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার লাশ উদ্ধার হয়নি।
আবদুস সালামকে উদ্ধারে উপজেলা প্রশাসন, থানাপুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, ঢাকা থেকে ভোলাগঞ্জ সাদা পাথরে ভ্রমণে আসা একটি ট্যুর গ্রুপের একজন পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিস বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে উদ্ধার করতে না পেরে আজকের মতো উদ্ধার কাজ বন্ধ করেছে। সোমবার আবারও উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।
উল্লেখ্য ঈদের দিন থেকে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে প্রবল স্রোতে পানি নামছে। যার ফলে পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা মাইকে বারবার পর্যটকদের সাবধান করেছে নিরাপদে থেকে আনন্দ উল্লাস করার জন্য।
Comments are closed, but trackbacks and pingbacks are open.