Beanibazarview24.com





গোলাপাগঞ্জের অামুড়া ইউনিয়নের ধারাবহরের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই হলেও অক্ষত অবস্থায় পাওয়া গেছে পবত্র কোরআন শরীফ।
২১ শে এপ্রিল (রোববার) রাত অানুমানিক ১ টা ৩০ মিনিটের দিকে ধারাবহরের ছকিব অালীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ২০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়।
পরিবার সূত্র থেকে জানা যায়, আগরবাতি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বাড়িটি মাটির তৈরী ছিল। এছাড়াও ভেতরে প্রচুর নির্মাণসামগ্রী রাখা ছিল।
খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টা খানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ঘরের মধ্যে সোকেস-সহ অনেক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু অক্ষত অবস্থায় পাওয়া যায় পবিত্র কোরঅান শরীফ।
ছকিব অালীর বড় ছেলে নজরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, পবিত্র শবে বরাতের রাত উপলক্ষে বাড়িতে অাগর বাতি জ্বালানো হয়েছিল। অার এই অাগর বাতি থেকেই অাগুনের সূত্রপাত হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.