Beanibazarview24.com





এইটুকুন বাচ্চা। দুনিয়া সম্পর্কে তার কোনো ধারণাই নেই এখনো। তার থাকার কথা ছিল মায়ের কোলে, থাকার কথা ছিল ভালোবাসার উষ্ণতায়। কিন্তু প্রাণঘাতী করোনা সব উলটপালট করে দিয়েছে। সাময়িক সময়ের জন্য হলেও নবজাতকটিকে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে করোনাভাইরাস।



সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সুনামগঞ্জ সদরের এক নারী করোনাভাইরাসে আক্রান্ত বলে সনাক্ত হয়েছেন। কাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্টরা। সোমবারই ওই নারীকে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়েছে।
তবে ওই নারী যে সন্তানের জন্ম দিয়েছেন, তাকে রাখা হয়েছে ওসমানী হাসপাতালে।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, আক্রান্ত ওই নারীকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এনে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে তার নবজাতককে রাখা হয়েছে ওসমানী হাসপাতালে।
ওই নবজাতক করোনায় আক্রান্ত কিনা, তা জানতে তার শরীরের নমুনা পরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.