Beanibazarview24.com






সিলেট শহরতলির তেমুখি পয়েন্ট থেকে শোভা নামের ৪ বছরের এক শিশুকে উদ্ধার করেছে জালালাবাদ থানা পুলিশ। সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়।



থানার অফিসার ইনচার্জ শাহ হারুনুর রশীদ জানান- কান্নারত অবস্থায় ডিউরত পুলিশ সোমবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে। মেয়েটির বাবা ফজলু রাজমিস্ত্রি কাজের যুগালি, মা রোকেয়া বাসায় কাজ করেন বলে মেয়েটি জানিয়েছে। তার নানার বাড়ি কুলাউড়া। তারা দুই ভাই, দুই বোন।



তার ভাইয়ের নাম ইমরান, রবিন, বোনের নাম ইভা। সে তার বাড়ির পাশে একটি মাদরাসায় পড়ে। তার শিক্ষকের নাম আরিফ। সে বাদাম তলী, তিনমুখি এলাকায় তার বাসা বলে পুলিশকে জানিয়েছে।



তবে ওসি শাহ হারুনুর রশীদ জানান- সম্ভবত বাদাম বাগিচা হবে। ৩নং কলোনি। আমরা মেয়েটির অভিভাবকদের সন্ধান চালাচ্ছি। অভিভাবকের সন্ধানে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। সোমবার সন্ধ্যায় ডিউটিরত এএসআই হারিসসহ সঙ্গীয় ফোর্সরা মেয়েটিকে উদ্ধার করে।









Comments are closed, but trackbacks and pingbacks are open.