Beanibazarview24.com





ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১টি স্বর্ণের বার আটক করা হয়েছে যার আনুমানিক মূল্য চার লক্ষ টাকা।
শুক্রবার ( ১৫ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের বিজি-২৩৬ নম্বর ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণের বারটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বিমানের ওই যাত্রী মো. জাহিদ খান (পাসপোর্ট নং- BP-0382091) সৌদি আরবের জেদ্দা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এলে তার লাগেজ স্কেনিং করে কাস্টমস ও ৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের প্রচেষ্টায় স্বর্ণের বারটি উদ্ধার করা হয়।
বারের মূল্য চার লক্ষ টাকা, যার সরকার নির্ধারিত ট্যাক্স ২৮ হাজার টাকা। স্বর্ণের বারটি কাস্টমস কর্তৃক ডিএম করা হইয়েছে (ডিএম রশিদ নং-৪৫০৭ তাং-১৫/০২/১৯ ইং ।)
Comments are closed, but trackbacks and pingbacks are open.