Beanibazarview24.com






অগণিত রহমত বর্ষিত হোক আউলিয়ায়ে কেরামের কবরে যাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের মহিমায় পাক-ভারত বাংলাদেশ তথা সিলেটের আনাচে-কানাচে ইসলাম ধর্মের প্রচার প্রসার লাভ করেছে। তাদের মধ্যে হযরত শাহপরাণ (রহ: ) ছিলেন অন্যতম।



সুলতানুল বাংলা বিশ্ব বরেণ্য ওলী হযরত শাহ জালাল (রহ: )’র পরেই তার খ্যাতি।
এই হযরত শাহপরাণ (রহঃ) মাজারে ওরুস উপলক্ষে এক শ্রেণির ভন্ড গাজা সেবনকারীদের আস্তানায় পরিণত হয়।
সরেজমিন দেখা যায়, ভন্ডরা আল্লাহু আল্লাহু বলে জিগির দিয়ে হাঁতে একটা কল্কে নিয়ে জোরে একটা দম দিয়া মুখ দিয়া একখান ধোয়া ছাইড়া চিক্কুর মাইরা উঠে। বলে পেয়ারা নবী(স)” আহা কি ভক্তি।
সাধক গাঞ্জা ভন্ড বাবাকে গাজা সেবনের জন্য ঘিরে থাকে কিছু মুরিদ। তারা কেয়ামতের শাফায়েতের আশায় গাঞ্জা বাবার মুরিদ হয়। তাদের মুরিদ হওয়ার একটাই আশা গাজা সেবন করা।
শাহপরাণ এর মাজারে আরও অপূর্ব দৃশ্য দেখা যায়।ওরুসে সময় পুসকুনির পূর্ব পাড়ে। ছোট ছোট আসর বানাইয়া লাজ শরম ভুইলা ভিতরে তাকাইলেই দেখা যায়, সুন্দরীরাও গাজা সেবন করছে।
স্থানীয় সচেতন মহলের দাবী করে বলেন, আমরা বাধা দিলে কি হবে প্রশাসনের কোন উদ্ধোগ নেওয়া না হলে এই গাজা সেবন বন্ধ হবেনা।
Comments are closed.