Beanibazarview24.com






বিএনপি’র সাবেক নেতা শমসের মবিন চৌধুরী বিকল্পধারা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট-০৬ আসনের জন্য সদ্য বিকল্পধারা যোগ দেয়া শমসের মবিন মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়টি বিয়ানীবাজার নিউজকে অবহিত করেন।



তিনি বলেন, সিলেট-০৬ আসনে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছি। এলাকার অনেকেই সাথেই যোগাযোগ চলছে। শীঘ্রই এলাকায় এসে নিজের প্রার্থীতা ঘোষণা করবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিকল্পধারার সাথে আওয়ামী লীগ কিংবা মহাজোটের সাথে আলোচনা চলছে। বিকল্পধারা মহাজোটে যোগ দিলে তখন মহাজোট থেকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আপাতত আমি বিকল্পধারা থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।



গত কয়েকদিন থেকে সিলেট-০৬ আসনে মহাজোটের প্রার্থী হিসাবে শমসের মবিন চৌধুরীর নাম হঠাৎ করে উচ্চারিত হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে থাকা একটি পক্ষ শমসের মবিনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিল। তারা মহাজোটের প্রার্থী শমসের মবিনকে সিলেট ০৬ আসনের প্রার্থী হিসাবে প্রচারণা চালায়।



যদিও আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল মহাজোটের প্রার্থী হিসাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ থাকছেন বলে জানান। তাদের দাবি গত ৯ বছরের বেশি সময় ধরে দেশের সফল মন্ত্রীদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অন্যতম। তাঁকে ছাড়া সিলেট-০৬ আসনে অন্য কাউকে নৌকার প্রতীকের প্রার্থী হিসাবে চিন্তাই করা যায় না।





















Comments are closed.