Beanibazarview24.com





বিয়ানীবাজারে প্রথম ব্যক্তির করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী।
তিনি জানান, গত শনিবার আমাদের একটি বিশেষ দল সন্দেহভাজন ওই ব্যক্তির কোভিড-১৯ (COVID-19) পরীক্ষার জন্য নেজাল এবং থ্রট সোয়াব সংগ্রহ করে আইইডিসিআর ল্যাবে প্রেরণ করে।
মঙ্গলবার সেই নমুনা পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে এবং সন্দেহভাজন ওই ব্যক্তির ফলাফল নেগেটিভ এসেছে।
এদিকে, সোমবার (৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা পৌরসভা ও উপজেলার দুইটি এলাকা থেকে তিনজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ল্যাবে প্রেরণ করা হয়।
কোভিড-১৯ ভাইরাসের উপসর্গ থাকতে পারে এমন সন্দেহ থেকে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে এক শিশুও রয়েছে। তবে সেগুলোর নমুনা পরীক্ষার ফলাফল এখনো হাতে আসেনি জানিয়েছেন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী।
Comments are closed, but trackbacks and pingbacks are open.