Beanibazarview24.com





ফেসবুক লাইভে এসে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে অবমাননা করার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মৌডুবি বাজারে এ মিছিল করা হয়।



স্থানীয় মুসল্লিদের উদ্যোগে মৌডুবি বাজার তোফায়েলিয়া জামে মসজিদে আসরের নামাজ শেষে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে দেড় শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে একটি প্রতিবাদ সভা করা হয়।
সভায় বক্তব্য রাখেন জহিরুল ইসলাম টুকু, শাহবুদ্দিন আহম্মেদ মৃধা, আইজুদ্দিন মাস্টার, নাসিম আরেফিন, শাহিন মৃধা, মহসিন উদ্দিন খান ও সবুজ প্রমুখ।
এসময় আল-কোরআন অবমাননাকারী সেফাতুল্লাহকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবি জানান বক্তারা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে সেফাতউল্লাহ পবিত্র কোরআন নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়। বিষয়টি নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.