Beanibazarview24.com






সৌদি আরবে অগ্নিকান্ডের ঘটনায় নিহত বিয়ানীবাজারের জুবের চৌধুরীর মৃতদেহ সাত মাস পর দেশে পৌছেছে। আজ রবিবার সকালে উপজেলার দুবাগ ইউনিয়নের সাদিমাপুরস্থ তাঁর বাড়িতে পৌছার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা। নিহত জুবের চৌধুরী উপজেলার দুবাগ ইউনিয়নের সাদিমাপু্র গ্রামের মৃত আজাদ চৌধুরী মাস্টারের পুত্র।



আজ রবিবার বিকেলে আসরের নামাজের পর দুবাগের সাদিমাপুর শাহ জলিল হাফিজিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে জুবের আহমদ চৌধুরীর মৃতদেহ তাঁর পরিবারের কাছে পৌঁছাতে পরিবারের সদস্যদের মধ্যে বইছে আহাজারি বইছে। পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ভবনে অগ্নিকাণ্ডে ঘটনায় বিয়ানীবাজারের জুবের চোধুরীসহ সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছিলেন আরও পাঁচজন বাংলাদেশি।
ঐদিন সকাল ৭টার দিকে রিয়াদের আল নূরা ইউনিভার্সিটির আবাসিক এলাকায় শ্রমিকদের থাকার একটি ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের এ ঘটনা ঘটে। পরে হাতহতদের রিয়াদের সিমুচি হাসপাতালে নেওয়া হয়। সেখানে গিয়ে নিহত ছয় বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে বাংলাদেশ দূতাবাস।
Comments are closed, but trackbacks and pingbacks are open.