Beanibazarview24.com
এবার হেঁটে মক্কা শরিফে গিয়ে হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা আলিফ মাহমুদ আদিব। ইতোমধ্যে হেঁটে ৩ দিন অতিবাহিত করেছেন তিনি।
সোমবার (১০ জুলাই) সকালে পৌঁছান কুমিল্লা লাকসাম উপজেলায়। এখন ঢাকার পথে আছে আবিদ।
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের শেয়ার বাতাবাড়িয়া গ্রামের মৃত. আব্দুল মালেকের ২৫ বছরের ছেলে আদিব শনিবার দুপুর ১২টায় বাড়ি থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোমবার কুমিল্লা অতিক্রম করেন। হেঁটে তাকে প্রায় আট হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তিনি আগামী বছর হজ পালন করবেন।
আধুনিক যোগাযোগব্যবস্থার যুগে দীর্ঘ এ পথে কেন তিনি হেঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন— এমন প্রশ্নের জবাবে আলিফ বলেন, তিনি আসলে একজন ভ্রমণপ্রেমী মানুষ। ভ্রমণ পছন্দ করেন। তিনি এর আগে সাইকেলে চড়ে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন। তখন থেকেই এভাবে হজে যাওয়ার পরিকল্পনা করেন।
তিনি আরও বলেন, শুরুতে সাইকেলে চড়ে হজ করার ইচ্ছা থাকলেও সেটি পরিবর্তন করি এবং হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এটি তার কাছে সম্ভবই মনে হয়েছে। কারণ, হাজার বছর আগে ইসলাম ধর্ম প্রচার, ব্যবসা-বাণিজ্য ইত্যাদির জন্য মানুষ হেঁটে দূর-দূরান্তে সফর করতেন।
এদিকে হেঁটে হজে যাওয়ার খবরে যাত্রা পথে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা, আবিদের সঙ্গে সেলফি তোলারও চেষ্টা করে আনেকে।
আলিফ মাহমুদ আদিব তার যাত্রাপথ সম্পর্কে বলেন, কুমিল্লা থেকে ঢাকা হয়ে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে প্রথমে ভারতে যাব। সেখান থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাওয়ার ইচ্ছা রয়েছে। এর জন্য ইউনিয়ন পরিষদ থেকে ইংরেজিতে একটি প্রত্যয়নপত্র নিয়েছেন তিনি।
নিজের স্বপ্ন পূরণে সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন আদিব। এরই মধ্যে তিনি ভারতের ভিসা পেয়েছেন, পাকিস্তানি ভিসা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
পথে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়েরও সহযোগিতা কামনা করেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.