Beanibazarview24.com





প্রতিনিয়ত প্রবাসে কোথাও না কোথাও প্রবাসীর মৃত্যুর খবর পেয়ে থাকি আমরা । তবে এ কয়েকদিনে অনেক বেশি প্রবাসীর মৃত্যু হয়েছে সৌদি আরবে । সৌদি আরবের বিভিন্ন শহরে গত ১৫ দিনে ১৫ প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে ।



তথ্য অনুযায়ী , সৌদি আরবের রাজধানী রিয়াদের ছানাইয়া আরবাইন নামক স্থানে এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছে । দাম্মাম খুবারে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশীর গলা কাটা লাশ পাওয়া গেছে ।



অন্যদিকে সড়ক দুর্ঘটনায় মোঃ শাহাদত ও মোশারফ নামে দুই প্রবাসির মৃত্যু হয়েছে বলে জানা গেছে । এদিকে রিয়াদ মেট্রোরেল লাইন থ্রি স্টেশন জি১ কাজে এসে মর্মান্তিক দুর্ঘটনা দুই বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া গেলেও নাম এবং পরিচয় এখনো জানা যায়নি ।



বাকিরা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।তারা হলেন , নরসিংদীর মকবুল হোসেন,চাঁদপুরের শাহ আলম, সিলেটের রাজা , ব্রাহ্মণবাড়িয়ার আরজু হাসান, আনোয়ার হোসেন , সুজন মাহমুদ , জাকির হোসেন , সুজন ।প্রবাসীদের অকাল মৃত্যুতে উদ্বিগ্ন প্রবাসীর পরিবার, পরিজন।















Comments are closed, but trackbacks and pingbacks are open.