Beanibazarview24.com





জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর থেকে অবৈধভাবে মজুদ রাখা ৭৩৮ বস্তা (২৫ হাজার ৪৪০ কেজি) সরকারি চালসহ গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আল ইসরাইল ওরফে জুবেলকে (৪৯) গতকাল শনিবার সন্ধ্যায় আটক করেছে র্যাব। শনিবার রাতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।



র্যাব জানায়, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এম এম
মোহাইমেনুর রশিদের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে আকস্মিক অভিযান চালিয়ে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আল ইসরাইল ওরফে জুবেলের গুদামে অবৈধভাবে মজুদ করা বিভিন্ন প্রকল্পে বরাদ্দ দেওয়া ৭৩৮ বস্তা (২৫ হাজার ৪৪০ কেজি) সরকারি চালসহ তাকে হাতেনাতে আটক করেছে। আটক জুবেলের বাড়ি গোপীনাথপুরেই।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত এই চাল অবৈধ উপায়ে সংগ্রহ করে বেশি দামে গোপনে বিক্রির জন্য গুদামে মজুদ করার কথা স্বীকার করেছে আটক মো. আল ইসরাইল ওরফে জুবেল।
পরে তাকে আক্কেলপুর থানায় সোপর্দ করে র্যাবের পক্ষে থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.