Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

আজ ড. কামাল সিলেটে আসছেন







জাতীয় ঐক্যফ্রন্টের অনত্যম শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আজ সোমবার সিলেট আসছেন। সকাল ১০টার দিকে বিমানের একটি ফ্লাইটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানের নির্বাচনী জনসভায় অংশ নিতেই ড. কামাল হোসেনসহ কেন্দ্রীয় নেতাদের এ সফর। ওসমানীনগর-বিশ্বনাথ মিলে গঠিত এই আসনটিতে তিনি উদীয়মান সূর্য প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।



এ আসনে বিএনপি থেকে দলটির ‘নিখোঁজ’ সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর স্ত্রী দলের চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রচারণাও শুরু করেছিলেন।

তবে উচ্চ আদালতে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য ও মহাজোটের প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়ার করা একটি রিট আবেদনের তার প্রার্থীতা স্থগিত করা হয়। যা আপিলেও টিকে যায়। যে কারণে এ আসনটিতে ধানের শীষ শুন্য হয়ে যায়।



সিলেট মহানগর গণফোরামের সভাপতি অ্যাডভোকেট আনসার খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দর থেকে সড়কপথে সিলেট-২ আসনের অন্তর্ভুক্ত ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাবেন। সেখানে সিলেট-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খানের সমর্থনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।



এছাড়া বিকেল তিনটায় বিশ্বনাথে মোকাব্বির খানের আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে তার। তাছাড়া সন্ধ্যায় সিলেট-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে একটি সভায় ড. কামালের বক্তব্য রাখার কথা রয়েছে। এরপর রাত ৮টার ফ্লাইটে ঢাকায় ফিরবেন তিনি।



এর আগে গত ১২ ডিসেম্বর সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। ওই দিন জেলার জৈন্তাপুরে এবং দক্ষিণসুরমায় দুটি পথসভায় কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

















You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.