Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

ক্যাসিনোর চরকায় নিজ কন্যাকে ব’লিদান, আজ উ’ন্মাদ জাফর চৌধুরী (ভিডিওসহ)







এক সময়কার স্বনামধন্য ব্যবসায়ী জাফর চৌধুরী। একজন শিল্পপতি হিসেবে নিজের নাম লিখিয়েছিলেন ব্যবসায়ী মহলে। নিজের পরিশ্রম মেধা ও সততায় সিআরপির খেতাবও অর্জন করেছিলেন। পরিবার-পরিজন নিয়ে বেশ সুখেই দিন কাটছিলো জাফর চৌধুরীর। কিন্তু বছর পাঁচেক আগে ক্যাসিনোর নে’শার ফাঁ’দে পড়ে সর্বশান্ত হয়েছেন তিনি।



নিজের অর্জিত সমস্ত সম্পত্তি, অর্থকড়ি, ব্যবসা, শিল্পপ্রতিষ্ঠানসহ সব হারিয়ে ক্যাসিনোর নে’শায় ব’ড্ড উন্মা’দ হয়ে শেষ পর্যন্ত জাফর তার একমাত্র কন্যা সন্তানকেও ক্যাসিনোর টেবিলে বা’জি ধরেছিলেন। কিন্তু জাফর চৌধুরীর ভাগ্য সুপ্রসন্ন না থাকায় প্রিয় কন্যা সন্তানকেও হা’রাতে হয়েছে ক্যাসিনোর ঘূর্ণায়মান চরকায়।



শুধু জাফর চৌধুরীই নন তার মতো আরো অনেকেই ক্যাসিনোর চা’কায় পি’ষ্ট হয়ে লোক চক্ষুর অন্তরালে রয়ে গেছেন। তবে রাজধানীর পল্টন আরামবাগ ও মতিঝিল পাড়ায় ক্যাসিনোর বিরুদ্ধে স্থানীয়রা শুরুতে প্র’তিবাদ জানালেও পরবর্তীতে মৃ’ত্যুভ’য়ে চুপ থাকতে হয় তাদের।



তবে অপরাধবিজ্ঞানী ড.অধ্যাপক জিয়া রহমান, সমাজ বিশ্লেষক অধ্যাপক আবু সাঈদ বলেছেন, সমাজ পরিবর্তনের ধারাবাহিকতায় আধুনিকতার ব্যানারে নি’ত্যনতুন অ’পরাধমূলক কার্যক্রম নি’র্মূলে আ’ইনশৃঙ্খলা-র’ক্ষাকারী বাহিনীর পাশাপাশি, পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার।



ক্যাসিনোর মতো এমন নে’শায় পড়ে কেউ যাতে আর স’র্বস্বান্ত না হয়, এজন্য সামাজিক সচে’তনতা বৃদ্ধির পাশাপাশি আ’ইনের সংস্কার করতে হবে বলেও মনে করেন তারা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…
সূত্রঃ www.globaltvbd.com














You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.