Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

দেড় লাখ টাকায় খুশির পরিমাপ করা যায় না: নিপুণ


পুরো রমজান মাস নানা শ্রেণির মানুষকে ইফতার করিয়েছেন জনপ্রিয় নায়িকা নিপুণ। সেই ধারাবাহিকতায় ঈদের দিনও একজন করোনা রোগী ও কয়েকজন পথশিশুকে খাবার দিয়েছেন তিনি।

নিপুণ বলেন, ‘ঈদের খাবার সবাই খাবে! আমার পরিচিত ফ্যামিলি করোনা আক্রান্ত হয়ে হোটেলে আছে। তাই বলে ঈদের খাবার খাবে না! এখন তার শরীর ভালোর দিকে। এছাড়াও কিছু পথ শিশুর সঙ্গে খাবার শেয়ার করলাম আমার রান্না করা খাবার থেকে! ঈদ মোবারক সবাইকে, বাসায় থাকুন, সুস্থ থাকুন আপনি ভালো থাকলে ভালো থাকবে পুরো বাংলাদেশ।’

এর আগে অভিনয় শিল্পীদের মাঝে ঈদের উপহার পৌঁছে দিয়েছেন নিপুণ। তার সঙ্গে সিনেমায় কাজ করেছেন এমন মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

নিপুণ বলেন, ‘আমি কথা দিয়েছিলাম আমার সঙ্গে যারা আমার সব সিনেমায় কাজ করেছিল, সহশিল্পী, নৃত্য পরিচালক, নাচের টিম, ফাইটার, বাবা, মা, বোন, ভাই, ডাক্তার, পুলিশ, ভিলেন, কমেডিয়ান, নার্স থেকে শুরু করে সব ক্যারেক্টার আর্টিস্ট, এক কথায় সিনেমার পুরো টিমের সকলকে আমার পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেব।

আলহামদুলিল্লাহ আমি নিজে সবার সঙ্গে যোগাযোগ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা ঈদের উপহার হিসেবে পাঠিয়ে দিয়েছি। উপহার পেয়ে তারা যে পরিমাণ খুশি হয়েছে এই দেড় লক্ষ টাকা দিয়ে এই খুশির পরিমাপ করা যায় না।

সত্যি কথা বলতে, শিল্পীরা কখনো দুস্থ হয় না। তারা সবাই পরিস্থিতির শিকার, এখন থেকে আমি আমার চলচ্চিত্রের মানুষদের ন্যায্য অধিকার আদায় করার জন্য কাজ করব যেন ভবিষ্যতে তাদের কাউকেই পরিস্থিতির শিকার হতে না হয়।’

অভিনয়ের পাশাপাশি প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ পরিচালনা করছেন নিপুণ। করনায় সরকারের নির্দেশনা আসার পর থেকেই কর্মীদের অগ্রিম বেতন দিয়ে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে রেখেছেন। নিয়মিত করে যাচ্ছেন সামাজিক কাজ।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.