Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

বড়লেখায় বিএনপি প্রার্থী বললেনঃ ‘এই নির্বাচন সাঈদীকে মুক্ত করার’ (ভিডিও)







শীর্ষ যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেইন সাইদীর মুক্ত করার কথা বলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন মিঠু। এ সংক্রান্ত এই ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

মিঠু মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী। নাসির মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি। ভাইরাল হওয়া ওই ভিডিওচিত্রে বিএনপি প্রার্থী মিঠু বলতে দেখা যায়, “এই নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন, এই নির্বাচন সাইদীকে মুক্ত করার নির্বাচন।”



শনিবার রাতে ওই ভিডিওচিত্র প্রকাশ করেছেন যুবলীগ নেতা শাহ আলম। এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনা চলে ফেসবুকে। অনেকেই শীর্ষ এই যুদ্ধাপরাধীর মুক্তির দাবি জানিয়ে এমন প্রচারণায় ক্ষোভ প্রকাশও করেন।

ভিডিও শেয়ার করে শাহ আলম লিখেছেন, ‘সাবেক শিবির নেতা বর্তমান বিএনপি নেতা রাজাকার পুত্র জুড়ী বড়লেখা থেকে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন মিটুর মুখে শুনুন এই নির্বাচন সাঈদীকে মুক্তির নির্বাচন। আদর্শ কোন দিন বদল হয় না।’



জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম বাজারে গত শুক্রবার রাতে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির নেতা আছকর আহমদ ও জামাল আহমদের উদ্দ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিএনপির প্রার্থী মিঠু যুদ্ধাপরাধী সাঈদীর মুক্তির দাবি জানিয়ে বক্তব্য দেওয়ার ওই পর্যায়ে উপস্থিত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জেলে তালা ভেঙে সাইদীকে মুক্ত করে নিয়ে আসার স্লোগানও দেয়।



এদিকে, শীর্ষ যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেইন সাঈদীর মুক্তির ইস্যুকে সামনে নিয়ে নির্বাচনী প্রচারণা চালানো বিষয়ে নাসির উদ্দিন মিঠুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে হলেও তিনি ফোন ধরেননি।

দেশের সর্বোচ্চ আদালত দ্বারা দণ্ডিত একজন যুদ্ধাপরাধীর মুক্তির ইস্যুকে সামনে নিয়ে প্রচারণা চালানো বিষয়ে বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ স্বাধীনতা বিরোধী দণ্ডিত যুদ্ধাপরাধীর মুক্ত করার কথা কেউ বলতে পারে না। সকল আইন মেনেই কাউকে নির্বাচনে প্রার্থী হতে হয়। কাজেই একজন প্রার্থীর যুদ্ধাপরাধীর মুক্ত করার কথা বলা একেবারেই অনুচিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’



একাত্তরের মানবতাবিরোধী অপরাধের আমৃত্যু দণ্ড নিয়ে দেলাওয়ার হোসেইন সাঈদী কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ সহ একাধিক অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় কারাভোগ করছেন শীর্ষ এই যুদ্ধাপরাধী।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
সূত্রঃ সিলেট টুডে২৪ ডটকম

















You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.