Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

লিবিয়ায় অপ’হৃত বাংলাদেশিকে নি’র্যাতন, ২৫ লাখ টাকা মু’ক্তিপণ দাবি







লিবিয়ায় স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে বাংলাদেশি রায়হান ভূঁইয়া জনিকে (২০) অপহ’রণের পর অমা’নবিক নি’র্যাতন করেছেন দুর্বৃত্তরা। এর পর এ নি’র্যাতনের ভিডিও দেশে পাঠিয়ে স্বজনদের কাছ থেকে ২৫ লাখ টাকা মু’ক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।



রায়হান ভূঁইয়া জনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। তার বাবা শাহনেওয়াজ দক্ষিণ ইউনিয়নের যুবলীগ নেতা।

স্বজদের অ’ভিযোগ, তিন মাস আগে অপহ’রণের পর অমা’নসিক নি’র্যাতনের ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে দফায় দফায় ২৫ লাখ টাকা মু’ক্তিপণ আদায় করে নেয় লিবিয়ায় থাকা ওই প্রভাবশালী অপহ’রণকারী (কিডন্যাপ) প্র’তারক চক্রটি।



এলাকাবাসী সূত্রে জানা যায়, রায়হান ভূঁইয়া জনি ভাগ্যবদলের আশায় ২০১৮ সালের অক্টোবরে স্বপ্নের দেশ স্পেন যাবেন বলে লিবিয়ায় পাড়ি জমান। চলতি বছরের জুন মাসে লিবিয়া থেকে জনি অপহ’রণ হন। দীর্ঘ তিন মাস আটক রেখে তার ওপর চালানো হয় অমা’নবিক নি’র্যাতন।

অপহ’রণকারী চক্র নি’র্যাতনের সেই ভিডিও ফুটেজ ইন্টারনেটের মাধ্যমে পরিবারের স্বজনদের কাছে পাঠিয়ে তাদের কাছে মু’ক্তিপণ দাবি করে।



ভিডিও দেখে লিবিয়ায় অবস্থানরত অপহ’রণকারী চক্রের নি’র্যাতন স্বজনরা সহ্য করতে না পেরে সর্বস্ব বিক্রি করে। পরে দফায় দফায় দেশে ও বিদেশে অপহ’রণকারী চক্রের সক্রিয় সদস্যদের কাছে পাঠায় ২৫ লাখ টাকা। তবে টাকা দিলেও জনি ভূঁইয়াকে এখনও তার স্বজনরা কাছে পাননি।

সম্প্রতি লিবিয়ার সেনাবাহিনী জনিকে উদ্ধার করে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাছে পাঠালেও তিনি এখন অসুস্থ। স্বাভাবিক চলাচলের শক্তি নেই তার। চোখেমুখে ভয়ের ছাপ আর নি’র্যাতনের চিহ্ন তার সমস্ত শরীরে বয়ে বেড়াচ্ছে।



জনির বাবা যুবলীগ নেতা শাহনেওয়াজ বলেন, আমার ছেলেকে স্পেন পাঠানোর কথা বলে লিবিয়ায় আ’টকে রেখে একাধিকবার বিভিন্ন অঙ্কে ২৫ লাখ টাকা মু’ক্তিপণ আদায় করেছে প্র’তারক দালাল চক্র।

চক্রটির অমানসিক নি’র্যাতনে আমার সন্তানকে হারানোর ভয়ে এবং তাদের নি’র্যাতনের হাত থেকে সন্তানকে বুকে ফিরে পাব এ আশায় আমার সহায় সম্বল বিক্রি করে মু’ক্তিপণের টাকা দিয়ে অপহ’রণকারীর জি’ম্মিদশা থেকে মুক্ত করি। এখন কবে আমার মানিককে আমার বুকে ফিরে পাব সে আশায় পথ চেয়ে আছি।



খোঁজ নিয়ে জানা যায়, স্পেন কিংবা ইতালিসহ ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমায় ব্রাহ্মণবাড়িয়ার শত শত যুবক। কিন্তু স্বপ্নের দেশ স্পেন বা ইতালিতে পাড়ি জমাতে গিয়ে লিবিয়ায় বাংলাদেশি দালাল চক্রের প্রতা’রণার শি’কার হয়ে নিঃস্ব হচ্ছে ওই সব অস’হায় পরিবার।




ইউরোপে পৌঁছে দেয়ার কথা বলে লিবিয়াতে আ’টকে রাখা যুবকদের জি’ম্মি করে বাংলাদেশে তাদের পরিবারের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। দালালদের জি’ম্মিদশায় আ’টক থাকা ব্রাহ্মণবাড়িয়ার যুবকদের অনেকেই টাকার বিনিময়ে মু’ক্তি পেয়ে লিবিয়া থেকে ফেরত আসছেন দেশে।

লিবিয়ায় আ’টক ভুক্তভোগীর একাধিক পরিবারের অ’ভিযোগ, কতিপয় দা’লাল চ’ক্র অল্প টাকায় ইতালি, স্পেন পাঠানোর কথা বলে লিবিয়ায় পৌঁছানোর পর ওই চক্রের সদস্যরা তাদের জি’ম্মি করে শারী’রিক নি’র্যাতনসহ পরিবারের কাছ থেকে দফায় দফায় টাকা আদায় করে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…










You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.