Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

সিলেটের প্রথম ইউটিউব থেকে সিলভার বাটন অ্যাওয়ার্ড পেলো মুরাদ








সিলেটের জনপ্রিয় একজন অভিনেতা বেলাল আহমেদ মুরাদ, যার মাধ্যমে পরিচালিত গ্রীণ বাংলা ইউটিউব চ্যানেল। সিলেটের লাখো মানুষের জনপ্রিয় অভিনেতা, খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় অভিনেতা হিসেবে দেশে বিদেশে দর্শক দের কাছে জায়গা করে নিয়েছেন তার সাবলিল অভিনয় নৈপুন্যের দ্বারা। ছোট্ট নাটিকার মাধ্যমে তিনি সমাজের বাস্তবতা ও ভুলগুলো তুলে ধরার চেষ্টা করেন।



সিলেটের প্রথম বেলাল আহমদ মুরাদ পরিচালিত গ্রীণ বাংলা এবার ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে ‘সিলভার বাটন অ্যাওয়ার্ড’ পেয়েছে।

মূলত বেলাল আহমদ মুরাদ জনপ্রিয় কৌতুক অভিনেতা হিসেবে ২০০৭ সালে বৈশাখী পদ্মাকুড়ীর সেরা দশে স্থান পেয়ে আলোচনায় আসেন। যুক্তরাষ্ট্রের ইউটিউব কার্যালয় থেকে পাঠানো এই সিলভার বাটন মুরাদের হাতে পৌঁছে মঙ্গলবার দুপুরে। ইউটিউব ব্যবহারকারীদের মধ্যে যাঁদের চ্যানেলের সাবসক্রাইবার লাখের কোটা পূর্ণ করে ইউটিউব কতৃপক্ষের কাছ থেকে তাঁদের এই সম্মান দেওয়া হয়।



চলতি বছরের অক্টোবর মাসে এসে গ্রীণ বাংলা ইউটিউব চ্যানেলের সাবসক্রাইবার এর সংখ্যা এক লাখ পার হয়। বর্তমানে গ্রীণ বাংলার সাবসক্রাইবার ১ লক্ষ ৪০ হাজার এর ৯ শত ৭৫ যা ক্রমস বেড়েই চলছে।

‘সিলভার বাটন অ্যাওয়ার্ড পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বেলাল আহমদ মুরাদ বলেন, এই সিলভার বাটন অ্যাওয়ার্ড শুধু আমার নয় এটি গ্রীণ বাংলার সকল সদস্য দের এবং দেশে বিদেশে থাকা সকল দর্শক শুভানুধ্যায়িদের, কেননা দর্শকদের ভালোবাসা না পেলে আমাদের গ্রীণ বাংলা সিলভার বাটন অ্যাওয়ার্ড পেতো না এবং শিঘ্রই এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেটের সকল গুণি ব্যাক্তিবর্গদের সাথে নিয়ে সিলভার বাটন অ্যাওয়ার্ড টির বক্স খুলা হবে বলে জানান তিনি।



তার আলোচিত নাটকগুলোর মধ্যে তামাশা-১, তামাশা-২, পাতিনেতা ১, ২, ৩, ত্যাড়া জলিল ১, ২, ৩, ৪, মটু কমিশনার ১, ২, ৩, ৪ ওয়ার্ড মেম্বার ইত্যাদি। ভক্তরা মনে করেন তার অভিনিত কমেডি নাটক সিলেটের সংস্কৃতি কে দেশের মানুষের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।



গ্রীণ বাংলার অন্য অভিনেতারা হলেন- ডা. মাশুকুর রহমান, ডা. আলম শিকদার, মোহাম্মদ মুহিবুর রহমান, বিপ্লব এষ, শাহ ফাহিম মাহমুদ, মিজানুর রহমান শামিম, আমিনুল ইসলাম, আদনান আহমেদ, ইমরান খান, চয়ন তহবিলদার, সামসুল ইসলাম,আলি আহমেদ মাজেদ আকবর ভুইয়া, এনামুল হক, হোসাইন আহমেদ সুজাদ, আসদ মিয়া ও রেদওয়ান শাকিব।





You might also like

Comments are closed.