Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

সিলেটে একদিনে চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ ৭১ জনের করোনা সনাক্ত


সিলেট অঞ্চলে একদিনে নতুন করে ৭১জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। নতুন করে আক্রা’ন্তদের মধ্যে সিলেট জেলায় ১৩জন, মৌলভীবাজারে সাংবাদিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ ২২জন, হবিগঞ্জে ২১জন ও সুনামগঞ্জ জেলায় দুই পুলিশ সদস্যসহ ৬জন রয়েছেন।

বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর সিলেট জেলায় ১৩জন করোনা সনাক্ত হয়। আক্রা’ন্তদের মধ্যে ওসমানীতে পুনঃপরীক্ষায় একজনসহ ১২জন। অপরজনের করোনা সনাক্ত হয় শাবিতে।এছাড়া একদিনে বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে নতুন করে করোনা সনাক্ত হয় আরও ৪৯জনের।এ তথ্য নিশ্চিত করেছেন তিন জেলার সিভিল সার্জনরা।

বৃহস্পতিবার রাতে এ তখ্য নিশ্চিত করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, হাসপাতালের ল্যাবে বৃহস্পতিবার ১৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে নতুন আক্রা’ন্ত ১১ জন। বাকি একজন পূর্বের আক্রা’ন্ত। দ্বিতীয়বার পরীক্ষা করেও তার শরীরে করোনা পজিটিভ আসে। আক্রা’ন্তরা সিলেট নগরী, সদর উপজেলা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।

শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে বৃহিস্পতিবার ৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪১টি নমুনা। এর মধ্যে ১ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে পাঠানো রিপোর্টে জেলায় নতুন করে আরও ২২ জন করোনায় আক্রা’ন্ত হয়েছেন। এদের মধ্যে একজন সাংবাদিক, তিন চিকিৎসক, ৫ নার্সসহ আরও কয়েকজন স্বাস্থ্যকর্মী আছেন।

নতুন আক্রা’ন্তের মধ্যে কমলগঞ্জের ১০, সদরের ২, শ্রীমঙ্গল ১, রাজনগরের ২জন, জুড়ীর ৪ জন ও বড়লেখার ৩ জন রয়েছেন বলেও জানান ডা. তওহীদ।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, বৃহস্পতিবার জেলায় আরও ২১ জন করোনায় আক্রা’ন্ত হয়েছেন।

আ’ক্রা’ন্তদের মধ্যে চুনারুঘাটের ১৪ জন, সদরের ১ জন, লখাইয়ের ১ জন, নবীগঞ্জের ২ জন, বাহুবলের ২ জন আর মাধবপুরের ১ জন।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রা’ন্ত হলেন ১৫২ জন। এরমধ্যে মারা গেছে এক শিশু আর সুস্থ হয়েছেন ৫৯ জন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, বৃহস্পতিবার জেলায় নতুন করে আরও ৬ জন করোনায় আক্রা’ন্ত হয়েছেন। তাদের রিপোর্ট বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এসেছে।

আক্রা’ন্তদের মধ্যে পুলিশ সদস্য আছেন ২ জন। বাকি ৪ জনের মধ্যে তাহিরপুরের ৩ জন ও সদরের ১ জন।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.