Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

আফগান যু.দ্ধে অংশ নিতে সিলেটের রাজ্জাকসহ বাংলাদেশের ২০ যুবক নি.খোঁ.জ!


রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে প্রায় ২০ জন যুবক নিখোঁ.জ হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তারা কোথায় আছে বা কী করছে সে বিষয়ে কোনো তথ্য নেই। এমনকি নিখোঁ.জ যুবকদের পরিবারও তাদের খোঁজ পাচ্ছে না। এরা সবাই ন.ব্য জে.এ.মবির সঙ্গে সম্পৃক্ত। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আশঙ্কা আফগানিস্তানে জি.হাদে অংশ নিতে চলে যেতে পারে তারা। তবে তারা কীভাবে সেখানে গেছে তার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। এসব ঘটনার পর নিখোঁ.জদের পরিবারের ওপরও নজরদারি করছে পুলিশ। পাশাপাশি সম্প্রতি ভারতের কলকাতায় গ্রে.প্তা.র ৩ জ.ঙ্গিকে বাংলাদেশে ফিরিয়ে আনতে তোড়জোড় শুরু হয়েছে।

সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শফিকুল ইসলাম, গোয়েন্দা সূত্র এবং গণমাধ্যম প্রকাশ হওয়া সংবাদের প্রেক্ষিতে এমনটাই জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গত আশির দশকে আফগা.নযু.দ্ধে অংশ নিতে বাংলাদেশ থেকে একাধিক জ.ঙ্গি গিয়েছিল। মিশন শেষ হওয়ার পর বেশিরভাগ জ.ঙ্গি দেশে ফেরত এসেছে। তাদের মধ্যে ১০-১২ জন কা.রাগা.রে আ.টক থাকলেও বাকিদের হদিস নেই। গত কয়েক দিন ধরে বিষয়টি আলোচনায় আসার পর ১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে কথা বলেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, আফগান যু.দ্ধে অংশ নিতে ইতোমধ্যে অনেকে দেশ ছেড়েছেন। অনেকে রাস্তায় আছেন আবার অনেকে গ্রে.প্তার হয়ে ভারতে রয়েছেন। সীমান্তে তাদের কেউ সহায়তা করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ঢাকা থেকে বোমার সরঞ্জাম কিনে বান্দরবানের থানচি পাহাড়ে হি.জরত করে ৪ মাস প্রশিক্ষণ নিয়েছে সম্প্রতি গ্রেপ্তার হওয়া নব্য জেএমবির ৩ সদস্যসহ শতাধিক তরুণ। তাদের প্রশিক্ষণ দিয়েছে নব্য জেএমবির সামরিক শাখার প্রধান ফোরকান। তার সঙ্গে আফগানফেরত জ.ঙ্গিদের ভালো সম্পর্ক রয়েছে। আফগানে আসা যাওয়া জঙ্গিদের নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সে। গত মঙ্গলবার ঢাকার কাফরুল থেকে ফোরকানকে গ্রে.প্তা.র করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রা.ই.ম ইউনিট (সিটিটিসি)।

ওই কর্মকর্তা আরও বলেন, গত ৬ মাসে ২০ জনের মতো যুবককে পাওয়া যাচ্ছে না। তারা জ.ঙ্গি.বাদে সম্পৃক্ত বলে তথ্য পেয়েছি। নি.খোঁ.জদের মধ্যে বেশ কয়েকজনের বিষয়ে তথ্য দিয়েছে ফোরকান। আমরা আশঙ্কা করছি, নিখোঁ.জরা ভারত বা পাকিস্তান হয়ে আফগানিস্তান চলে গেছে। তারপরও আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জ.ঙ্গিবাদ নিয়ে কাজ করা সিটিটিসি প্রথম বিষয়টি আঁচ করতে পারে। তারপর তারা এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়কে অবহিত করে। বিষয়টি নিয়ে তদন্তের এক পর্যায়ে দেশছাড়া তরুণদের সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরপর তাদের বিষয়ে পাশের একটি দেশকে বিস্তারিত জানানোর পর সেখানে কয়েকজন গ্রে.প্তার হয়। বাকি সদস্যদের সন্ধান করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সংস্থার এক কর্মকর্তা বলেন, পাশের দেশে গ্রে.প্তার হওয়া জ.ঙ্গিদের দ্রুতই দেশে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। তার আগে তাদের সম্পর্কে তথ্য পেয়েছে গোয়েন্দারা। এমন পরিস্থিতিতে তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। কীভাবে তারা জ.ঙ্গিবাদে জড়িয়ে পড়ল সে বিষয়েও বিস্তারিত জানার চেষ্টা চলছে। সম্প্রতি সিটিটিসির হাতে গ্রে.প্তার হওয়া ফোরকানের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও ট্যাব থেকে জ.ঙ্গিদের দেশ ছেড়ে আফগান যু.দ্ধে অংশ নেওয়ার বিশ.দ তথ্য পাওয়া গেছে। তার দেওয়া তথ্যমতে দেশের আরও একাধিক জ.ঙ্গিকে নজরদারির আওতায় আনা হয়। যারা আফগানিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বা ছাড়ার চেষ্টা করছে তাদের প্রোফাইল সংগ্রহ করা হচ্ছে।

সিটিটিসির এক কর্মকর্তা জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থান থেকে গ্রে.প্তার হওয়া কয়েক জ.ঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানায়, তাদের অনেক বন্ধু কথিত হি.জ.রতের নামে আফগানিস্তান গেছে। তাদের মধ্যে রাজ্জাকও রয়েছে। রাজ্জাকের ছবি দেখে তারা বিষয়টি নিশ্চিত করেন। রাজ্জাকের গ্রামের বাড়ি সিলেট। গত ২৫ মার্চ থেকে রাজ্জাক নিখোঁজ ছিল। নিখোঁজ থাকায় ১ এপ্রিল সিলেটের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন তার বড় ভাই সালমান খান। জিডির সূত্র ধরে তদন্ত করা হয়। আমরা অনু.সন্ধান করে নিশ্চিত হয়েছি রাজ্জাক আফগানিস্তানে চলে গেছে।

গত শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, অনলাইনে জ.ঙ্গি.রা কর্মী সংগ্রহ ও উ.দ্বু.দ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশে একটা প্রবণতা দেখা যাচ্ছে, তালেবানের পক্ষ থেকে আফগানিস্তানে যু.দ্ধে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আর বাংলাদেশ থেকে কিছু মানুষ ইতোমধ্যে তালেবানদের সঙ্গে যু.দ্ধে যোগদানের জন্য উ.দ্বু.দ্ধ হয়েছে।

সিটিটিসি প্রধান এবং উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের ওয়াজ শুনে উ.দ্বু.দ্ধ হয়ে বান্দরবানের পাহাড়ে হি.জ.রত করেন নব্য জে.এ.ম.বির একাধিক সদস্য। তাদের তালিকা আমাদের কাছে রয়েছে। এদের মধ্যে কয়েকজনকে গ্রে.প্তা.র করা হয়েছে। তারা রি.মা.ন্ডে রয়েছে। এছাড়া আবু ত্ব-হার বিষয়েও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

তদন্ত তদারক সূত্র জানায়, সম্প্রতি জ.ঙ্গিদের একটি তালিকায় রয়েছে বিভিন্ন সময়ে গ্রে.প্তা.র হওয়া জ.ঙ্গিদের নাম। তাদের মধ্যে বেশ কয়েকজন জামিনে মু.ক্ত হয়ে লাপাত্তা হয়ে গেছে। সিরিয়ায় উ.গ্রপ.ন্থি ইসলামিক স্টেটের (আ.ই.এস) নেতা ব্রিটিশ নাগরিক সামিউন রহমান ইবনে হামদান ২০১৪ সালে ঢাকায় ‘মু.জা.হি.দ’ সংগ্রহে এসে গ্রে.প্তা.র হন। তার বি.রু.দ্ধে মাম.লার পর ২০১৭ সালে আদালত থেকে জামিন পান। এরপর থেকেই লাপাত্তা তিনি।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.