Beanibazarview24.com
গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
শুক্রবার (১৬ জুন) সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন এ তথ্য জানান।
এরআগে গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ২২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে তিনি জানান, মৌসুমি বায়ু দেশের উত্তরপূর্বাঞ্চল ও উত্তরাংশে সক্রিয়। আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়াও এই কয়েক দিনে সিলেট জেলায় ১৪ শ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সিলেট। ফলে সিলেটে বন্যা হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।
গত বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানিয়েছেন, আগামী ১৫ দিন সিলেটে অতিবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দুই সপ্তাহের মধ্যে সিলেটে হতে পারে বন্যা। এ পরিস্থিতিতে নগদ টাকাসহ ত্রাণসামগ্রীর ব্যবস্থা করে রেখেছে জেলা প্রশাসন। প্রস্তুত করা হচ্ছে আশ্রয়কেন্দ্র।
Comments are closed, but trackbacks and pingbacks are open.