Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ ১৫ বিদেশি শিক্ষার্থী গ্রে’ফতার


শিক্ষার্থী ভিসার শ’র্ত ভে’ঙে অন্যত্র কর্মরত থাকায় এক বাংলাদেশিসহ ১৫ বিদেশি শিক্ষার্থীকে গ্রে’ফতার করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। এদের মধ্যে ১১ জন ভারতীয়, দুজন লিবিয়ান। বাকি দুজনের বাড়ি সেনেগাল ও বাংলাদেশে।

বুধবার অপারেশন অপটিক্যাল ইল্যুশনের আওতায় তাদের গ্রে’ফতার করা হয়। স্টুডেন্ট ওয়ার্ক ভিসা দিয়ে ‘প্র’তা’রণা’ করে যুক্তরাষ্ট্রের বসবাসের অভিযোগে তাদের গ্রে’ফতার করা হয়। নিয়ম ‘মানছেন না’ এমন আরও এক হাজার ১০০ বিদেশি শিক্ষার্থীকে শনাক্ত করেছে বলে জানিয়েছে আইস।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অ’ভিযু’ক্ত শিক্ষার্থীরা যেসব কোম্পানির হয়ে কর্মরত থাকার দাবি করেছিলেন তারা বর্তমানে সেসব কোম্পানিতে আর বহাল নেই।

আইস পরিচালক টনি ফ্যাম এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, অ-অভিবাসী যেকোনো শিক্ষার্থী যদি শ’র্ত না মানে বা নিয়’ম ল’ঙ্ঘন করে তাদের গ্রে’ফতার করা হবে। এমনকি যুক্তরাষ্ট্র থেকে ব’হি’ষ্কার করা হবে।

তিনি আরও বলেছেন, ‘নিয়ম না মানা অভিবাসীদের সন্ধানে জানুয়ারি থেকে তদন্ত শুরু হয়, যার নাম দেয়া হয়েছে অপা’রেশন অপটিক্যাল ইল্যুশন। এটি সবে শুরু হলো। আমরা আরও ক’ঠিন সিদ্ধান্তে যাব।’

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে অবৈ’ধ অভিবাসীদের অভ’য়ারণ্য হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন ইমিগ্রেশন এবং শুল্ক প্রয়োগকারী (আইসিই) কর্মকর্তারা। যে কারণে শহরটিতে ঝ’টিকা অভিযান চালানো হয়। সেখান থেকে ৫৪ অ’বৈধ অভিবাসীকে গ্রে’ফতার করা হয়। যাদের বিরু’দ্ধে শি’শু নি’র্যাতন-ধ’র্ষণ, মা’দক ব্য’বসার মতো বড় কিছু অ’ভিযোগ রয়েছে।

গ্রে’ফতার অভিবাসীরা চীন, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাডর, গুয়াতেমালা, গ্রেনাডা, গায়ানা, হন্ডুরাস, আয়ারল্যান্ড, জামাইকা, মেক্সিকো, মোলদোভা, মোজাম্বিক, পাকিস্তান, পানামা, পেরু ও সেন্ট লুসিয়ার নাগরিক।

তাদের বি’রু’দ্ধে হা’মলা, শি’শুর যৌ’ন নি’র্যা’তন, ধ’র্ষণ, ভা’রী আ’গ্নেয়া’স্ত্রের ব্যবহার, চু’রি, সম্প’ত্তি দ’খল, মা’দক ব্য’বসা, মা’দক সে’বনের পর গাড়ি চালানো, ডা’কাতি ও গ্র্যা’ন্ড লারসিনির মতো অ’ভিযোগ রয়েছে।

নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এছাড়া নাসাও, সাফলক, ডাচেস, আলস্টার এবং ওয়েস্ট চেস্টারের প্র’তিবেশী কা’উন্টিগুলোতে গ্রে’ফ’তার অভি’যান চলে।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.