Beanibazarview24.com






মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় অ.বৈ.ধভাবে অনুপ্রবেশের দায়ে ১৬ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে আ.ট.ক করেছে দেশটির মাইগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন পুলিশ ও পাবলিক ফোর্স।




স্থানীয় গণমাধ্যম ক্রয় ডট কম-এর তথ্য অনুযায়ী- গত বুধবার বিকেলে ফ্লোরেনসিও দেল ক্যাসটিও নামক হাইওয়ে থেকে তাদেরকে আ.ট.ক করা হয়। তারা পার্শ্ববর্তী রাষ্ট্র পানামা হতে কোস্টারিকায় অনুপ্রবেশ করছিলেন।




ধারণা করা হচ্ছে- অ.বৈ.ধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের জন্য তারা মধ্য আমেরিকার দেশগুলোকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেছিলেন। ১৬ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে বহন করা মিনিবাসচালক গুতিরেজ কোর্টেজকেও মা.ন.ব.পা.চা.রের দা.য়ে আ.ট.ক করেছে দেশটির পুলিশ।




দেশটির সরকার পরিচালিত অভিবাসন সংস্থা লা ডিরেকসিওন জেনেরাল দি মাইগ্রেশিওনই এক্সট্রানহেরিয়া জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত তাদেরকে পুলিশ হে.ফা.জতে রাখা হবে।







Comments are closed, but trackbacks and pingbacks are open.