Beanibazarview24.com






অ’বৈধভাবে অনুপ্রবেশের দায়ে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ায় ২০ বাংলাদেশী অ’ভিবাসন-প্রত্যাশীকে আ’ট’ক করা হয়েছে। শনিবার (১২ জুন) উত্তর মেসিডোনিয়ার স্থানীয় পু’লিশ প্রশাসনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।




স্থানীয় পু’লিশ প্রশাসনের বিবৃতি অনুযায়ী, শনিবার নিয়মিত টহলের সময় একটি ভ্যান থেকে তাদের আ’ট’ক করা হয়। সার্বিয়ার সঙ্গে দেশটির সীমান্তের কাছাকাছি একটি মহাসড়ক থেকে তাদের আ’ট’ক করা হয়। এদের মধ্যে নয়জনের বয়স আঠারো বছরের নিচে। তাদেরকে বহন করা ভ্যানের ড্রাইভা’র ছিলেন একজন উত্তর মেসিডোনিয়ান যার বয়স অনুমানিক ৪৪ বছর। বর্তমানে তাকে পু’লিশের হেফাজতে রাখা হয়েছে।




এর আগে গত শুক্রবার উত্তর মেসিডোনিয়া ও স্লো’ভেনিয়ার পু’লিশের যৌথ প্রচেষ্টায় গ্রিস এবং মেসিডোনিয়ার সীমান্তবর্তী হাইওয়ে থেকে আরও ৫৯ জন অ’ভিবাসন-প্রত্যাশীকে আ’ট’ক করা হয়, যাদের মধ্যে ৪৩ জন ছিলেন পা’কিস্তানের নাগরিক। এছাড়া ১৩ জন ছিলেন ইরিত্রিয়ার এবং তিনজন ছিলেন মালির। পাশাপাশি মানবপাচারের অ’ভিযোগে ৩৩ এবং ৩৭ বছর বয়সী দুই সার্বিয়ান নাগরিককে আ’ট’ক করে উত্তর মেসিডোনিয়ার পু’লিশ প্রশাসন।




বর্তমানে আ’ট’ক হওয়া এসব অ’ভিবাসন-প্রত্যাশীকে মেসিডোনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জেভেলিয়াতে রাখা হয়েছে। মেসিডোনিয়ার পু’লিশ বলছে, এরা সবাই বলকান উপদ্বীপের সবচেয়ে দক্ষিণের দেশ গ্রিস থেকে মেসিডোনিয়াতে প্রবেশ করেছিলেন। তাই খুব শিগগিরই তাদেরকে গ্রিসে ফেরত পাঠানো হবে।







Comments are closed, but trackbacks and pingbacks are open.