Beanibazarview24.com






মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় সেলাঙ্গরের শাহ আলম জে’লার সেকশন ২৫ এর শ্রী মুদা প্লাজা মা’র্কে’টে অ’ভিযান চালিয়ে ২৪ জন বিদেশিকে আ’ট’ক করেছে দেশটির অ’ভিবাসন পু’লিশ। তাদের মধ্যে ১৫ জন বাংলাদেশি, ভা’রতের ৩ জন, নেপালের ৩ জন, ইন্দোনেশিয়ান ২ জন ও মিয়ানমা’রের ১ জন।




রোববার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অ’ভিযান চালিয়ে ৬৯ জনের কাগজপত্র যাচাই বাচাই শেষে ২৪ জনকে আ’ট’ক করা হয়।
এ অ’ভিযানে শাহ আলম সিটি কাউন্সিল ( এমবিএসএ) এর ৬৭ জন কর্মক’র্তা ও কর্মী সমন্বিতভাবে অ’ভিযান পরিচালনা করেন। আ’ট’ককৃতদের সবাইকে পরবর্তী ত’দন্তের জন্য এনফোর্সমেন্ট বিভাগ, সেলাঙ্গর স্টেট ইমিগ্রেশন অফিসে আনা হয়েছে এবং অ’ভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(গ) এবং ১৫(১)(গ) এবং অ’ভিবাসন বিধিমালা ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) এর অধীনে ত’দন্ত করা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.