Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

দক্ষিণ আফ্রিকায় ১৫ দিনে ২৬ বাংলাদেশির মৃ.ত্যু


দক্ষিণ আফ্রিকায় ১৫ দিনে একজন গর্ভবতী নারীসহ ২৬ জন বাংলাদেশি নাগরিকের মৃ’ত্যু হয়েছে। ডাকতের হাতে, করো’না আ’ক্রান্ত হয়ে এবং হৃদরোগ ও ক্যান্সারে এসব বাংলাদেশির মৃ’ত্যু হয়েছে।

জুলাই মাসের ১৮ তারিখ থেকে আগস্টের ১ তারিখ পর্যন্ত ২৬ বাংলাদেশির মধ্যে ২০ জন করো’না আ’ক্রান্ত হয়ে, ২ জন ক্যান্সারে, ১ জন হৃদরোগে এবং ৩ জন বিভিন্নভাবে খু’ন হয়েছে।

তথ্য অনুযায়ী গত জুলাই মাসের ১৮ তারিখ দেশটির ইস্টার্ন কেপ প্রদেশে ইস’লাম হোসেন নামে নোয়াখালী জে’লার বাসিন্দা করো’না আ’ক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতা’লে মৃ’ত্যুবরণ করেছেন। একই দিন নোয়াখালী জে’লার মাইজদীর বাসিন্দা ক্যান্সারে আ’ক্রান্ত হয়ে ফ্রি স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইনের একটি হাসপাতা’লে মৃ’ত্যুবরণ করেছেন। একই দিন সাইদুজ্জামান ও হাফেজ মুহাম্ম’দ সুমন নামে দুই বাংলাদেশি নাগরিক করো’না আ’ক্রান্ত হয়ে জোহানেসবার্গের একটি হাসপাতা’লে মৃ’ত্যুবরণ করেছেন।

১৯ জুলাই চট্টগ্রামের লোহাগড়া উপজে’লার বড়হাতিয়া ইউনিয়নের বাসিন্দা হু’মায়ুন কবির করো’না আ’ক্রান্ত হয়ে জোহানেসবার্গের একটি হাসপাতা’লে মৃ’ত্যুবরণ করেছেন। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার মুহাম্ম’দ মাসুদ করো’না আ’ক্রান্ত হয়ে নর্থওয়েস্ট প্রদেশের ব্রেস্টে মৃ’ত্যুবরণ করেছেন। অ’পরদিকে মা’ওলানা কা’ম’রুজ্জামান নামের একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী দেশে এসে মৃ’ত্যুবরণ করেছেন। তিনি টাঙ্গাইলের বাসিন্দা। একই দিন রফিকুল ইস’লাম নামে নর্থওয়েস্টের রাস্টের্নবার্গে করো’না আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যুবরণ করেছেন। তিনি কুমিল্লার বাসিন্দা। একই দিন নাসির উদ্দিন নামে আরো একজন বাংলাদেশি নর্থওয়েস্টের ব্রেস্টে করো’নায় মৃ’ত্যুবরণ করেছেন। তিনি চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা।

২০ জুলাই হাফেজ রাফিউল ইস’লাম নামে একজন বাংলাদেশি নিজ ব্যবসায়িক পার্টনার অ’পর একজন বাংলাদেশির হাতে খু’ন হয়েছেন। তিনি মানিকগঞ্জের সিংগাইরের বাসিন্দা। একই দিন শহিদুল ইস’লাম নামে একজন বাংলাদেশি কোয়াজুলু নাটাল প্রদেশে অ’পহৃত হওয়ার পর খু’ন হয়। তিনি ঢাকা জে’লার বাসিন্দা।

২২ জুলাই কা’মাল পাশা নামে একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী ক্যান্সারে আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যুবরণ করেছেন। তিনি ফেনীর বাসিন্দা। একই দিন মা’ওলানা মিজানুর রহমান দেশটির লিম্পুপু প্রদেশের একটি হাসপাতা’লে করো’না আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যু বরণ করেছেন। একই দিন উপরেশ চন্দ্র শর্মা নামে আরেক বাংলাদেশি করো’না আ’ক্রান্ত হয়ে পুমালাঙ্গা প্রদেশের একটি হাসপাতা’লে মৃ’ত্যুবরণ করেছেন। একই দিন ইস্ট লন্ডনে করো’না আ’ক্রান্ত হয়ে হাসপাতা’লে মৃ’ত্যুবরণ করেছেন। তিনি পাবনা জে’লার বাসিন্দা।

২৪ জুলাই পুমা লাঙ্গা প্রদেশের আমাসপোর্টে বোরহান উদ্দিন মানিক নামের একজন বাংলাদেশি ডা’কাতের হাতে খু’ন হয়েছে। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা। একই দিন জিয়াউর রহমান নামে একজন বাংলাদেশি নর্থওয়েস্টে হৃদরোগে আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যুবরণ করেছেন। তিনি সিলেটের গো’লাপগঞ্জের বাসিন্দা।

২৫ জুলাই প্রিটোরিয়ায় করো’না আ’ক্রান্ত হয়ে ওয়াহিদ হোসেন নামে একজন বাংলাদেশি মৃ’ত্যুবরণ করেছেন। ২৬ জুলাই কেপটাউনে করো’না আ’ক্রান্ত হয়ে নোয়াখালী জে’লার মাইঝদীর বাসিন্দা মেহেদী হাসান শিপলু মৃ’ত্যুবরণ করেছেন।

২৭ জুলাই জোহানেসবার্গের জারমিস্টনে বাবুল সওদাগর নামে আরও একজন বাংলাদেশি করো’না আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যুবরণ করেছেন। তিনি মাদারীপুর শি’বচরের বাসিন্দা। ২৯ জুলাই প্রিটোরিয়ায় স্বপন জমাদ্দার নামে একজন বাংলাদেশি করো’না আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যুবরণ করেছেন। তিনি বরিশাল জে’লার বাবুগঞ্জের বাসিন্দা। ৩১ জুলাই পুমা লাঙ্গা প্রদেশের পিটারট্রিপ এলাকায় ইতি আক্তার নামে একজন গর্ভবতী নারী করো’না আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যুবরণ করেছেন। তিনি দিনাজপুরের বাসিন্দা।

সর্বশেষ ১ আগস্ট কেপটাউনে মুরাদ সিকদার নামে একজন বাংলাদেশি করো’নায় মৃ’ত্যুবরণ করেছেন। তিনি শরীয়তপুর জে’লার চন্দ্রপুরের বাসিন্দা। একই দিন জোহানেসবার্গে মুহাম্ম’দ মহসিন নামে আরও একজন বাংলাদেশি করো’না আ’ক্রান্ত হয়ে হাসা’পাতা’লে মৃ’ত্যুবরণ করেছেন। তিনি কুমিল্লার বাসিন্দা।

এছাড়া আরও দুইশ বাংলাদেশি নাগরিক করো’না আ’ক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতা’লে চিকিৎসাধীন আছেন।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.