Beanibazarview24.com






ওমানে এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নি.হ.ত হয়েছেন। নি.হ.ত.রা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা। রবিবার সকাল ১০টার দিকে দেশটির তামরিদে দুর্ঘটনার শি.কা.র হয়ে ঘটনাস্থলে মা.রা যান তারা।
নি.হ.ত.দের মধ্যে জাহেদ (৪২) পোমরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের সরফভাটা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার বাসিন্দা। এছাড়াও নি.হ.ত সালাউদ্দিন (৪০) এবং আবছারের (৪৫) বাড়ি বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামে বলে জানা গেছে।
নি.হ.তরা সবাই ওমানের গোবরায় পর্দার দোকানে চাকরি করতেন। প্রতিষ্ঠানটির মালিক দুর্ঘটনায় নি.হ.তের বিষয়টি নিশ্চিত করেন। নি.হ.তদের মধ্যে জাহেদ প্রতিষ্ঠানটির মালিকের ভাগ্নে। ম.র.দে.হ গুলো পুলিশ উদ্ধার করে সা.লালাহতে একটি হাসপাতালের মর্গে রেখেছে।
এ ঘটনায় ওমানে বাংলাদেশ কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ দূতাবাস মাস্কাটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও দূতাবাসে কর্মরত মাসুদ করিম এ ঘটনা নিশ্চিত করেন। বাংলাদেশ দূতাবাস লাশ দেশে পাঠানোর জন্য সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
নি.হ.তদের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমান। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমানের সভাপতি প্রকৌশলী আলী আশরাফ সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মৃ.ত্যু বেড়ে যাওয়ায় শঙ্কা প্রকাশ করেন এবং সকল প্রবাসীদের সাবধানে চলাফেরা করার আহ্বান জানান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.