Beanibazarview24.com






কানাডায় ম.র্মা.ন্তিক সড়ক দু.র্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী মা.রা গেছেন। এ ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার গুরুতর আ.হ.ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। টরন্টোর স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।




টরন্টো পুলিশ সূত্র জানিয়েছে, টরেন্টো নগরীর মিসিসাগা এলাকায় ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের কাছে এ দু.র্ঘটনা ঘটে। গাড়িতে থাকা চারজনকে শনাক্ত করা হয়েছে। তারা বাংলাদেশ থেকে পড়াশোনার জন্য টরন্টোতে বসবাস করছিলেন।




অন্টারিও প্রাদেশিক পুলিশের বরাত দিয়ে কানাডার সিবিসি নিউজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনায় এক নারী এবং ২০ বছর বয়সী এক তরুণ ও ১৭ বছর বয়সী এক কিশোর মা.রা গেছে। আহ.ত চালক ২১ বছর বয়সী তরুণ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।




কানাডিয়ান কর্তৃপক্ষ এখনও ক্ষতিগ্রস্তদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
সেখানকার প্যারামেডিকরা নিশ্চিত করেছে, ঘটনাস্থলে দুজনকে মৃ.ত ঘোষণা করা হয়েছে এবং আরও দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পর মা.রা যান আরও একজন।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার আগে নিবিড় কুমার গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল। এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে ওঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। পরে গাড়িটি হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধা.ক্কা খেয়ে উ.ল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আ.গুন ধরে যায়। ঘটনাস্থলেই গাড়ির দুই আরোহী মা.রা যান। এ সময় নিবিড় কুমারকে উ.দ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি জানার জন্য পারিবারিক সূত্রে যোগাযোগ করলে জানা যায়, কুমার বিশ্বজিতের ছেলে গু.রুতর আ.হ.ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তারা জানান, ছেলের দুর্ঘটনার খবর পেয়ে কুমার বিশ্বজিৎ গতকাল রাতে কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.