Beanibazarview24.com






কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহ.ত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আ.হ.ত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টায় কাতারের আল শামাল হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।




নিহ.তরা হলেন- মৌলভীবাজার শ্রীমঙ্গলের মো. রাহাত, ব্রাহ্মণবাড়িয়ার মো. সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জের মো. শাকিল ও মো. ইউসুফ মাতব্বর। গুরুতর আহত মো. জামাল উদ্দিন ও হাবিবুর রহমান অপু দোহার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বাড়িও নারায়ণগঞ্জ।




নি.হ.ত সিরাজুল, শাকিল ও ইউসুফের ম.রদে.হ দোহার হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাহাতকে শনিবার কাতারের আবু হামুর কবরস্থানে দা.ফন করা হয়েছে।




জানা গেছে, আল শামাল হাইওয়েতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই প্রবাসী বাংলাদেশির মৃ.ত্যু হয়। চারজনকে হাসপাতালে নেয়ার পর আরও দুজন মা.রা যান।
কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, নি.হ.ত তিনজনের ম.রদে.হ দ্রুত দেশে পাঠানো হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.