Beanibazarview24.com






কানাডার ওন্টারিওতে একটি মুসলিম পরিবারের ওপর গা.ড়ি চা.লিয়ে দিয়েছে এক যুবক। এঘটনায় গাড়িতে থাকা ৫ জনের মধ্যে ঘটনাস্থলেই নি.হ.ত হোন ওই মুসলিম পরিবারের ৪ সদস্য। নি.হ.ত.দের মধ্যে ৭৪ ও ৪৪ বছর বয়সী ২ জন নারী ছিলেন। এছাড়া নি.হ.ত হোন ১৫ বছরের এক কিশোরীসহ ৪৬ বছরের এক ব্যক্তি। কোন মতে বেঁ.চে ফিরেছেন নয় বছর বয়সী এক শি.শু।




নাথানিয়াল ভেল্টম্যান নামের ওই হা.ম.লা.কা.রীর বয়স ২০ বছর। পূর্বপরিকল্পিতভাবে তিনি এ হা.ম.লা.টি চালিয়েছেন, যাকে হে.ই.ট ক্রা.ই.ম বা বি.দ্বে.ষ.মূ.লক অপ.রাধ হিসেবে দেখছেন অনেকে। হা.ম.লা.র পর ঘটনাস্থল থেকেই নাথানিয়ালকে আ.ট.ক করেছে কানাডিয়ান পুলিশ। তবে হা.ম.লা.কা.রী কোন হে.ই.ট গু.পের সদস্য কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।




পরে এক সংবাদ সম্মেলনে ওন্টারিও পুলিশ সুপার বলেন, হ.ত্যা.র ধরন দেখে এটাকে হে.ই.ট ক্রা.ই.ম বলা যেতে পারে। তবে ঘটনাটি নিয়ে আরও পর্যবেক্ষণ দরকার।
এদিকে এঘটনায় উ.দ্বে.গ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জানান, তিনি হ.তা.হ.ত পরিবারের পাশে আছেন। এছাড়া ২০১৭ সালেও কানাডায় হে.ই.ট ক্রা.ই.মে হ.ত্যা.র শি.কা.র হোন ছয় মুসলিম ব্যক্তি।
সূত্র: আল জাজিরা, বিবিসি
Comments are closed, but trackbacks and pingbacks are open.