Beanibazarview24.com






দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দু.র্ঘটনায় ৫ বাংলাদেশি প্রা.ণ হা.রিয়েছেন। এ ঘটনায় আ.হ.ত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় মর্মা.ন্তিক এ দুর্ঘটনা ঘটে।
নি.হ.ত পাঁচ বাংলাদেশির চারজনের বাড়ি ফেনী ও অপরজনের বাড়ি নোয়াখালী জেলায়। তারা হলেন, ফেনী সদর উপজেলার ইসমাইল হোসেন, দাগনভূইয়া উপজেলার মোস্তফা কামাল, রাজু আহমেদ, মো. হোসেন এবং তার ছেলে নাজিম হোসেন। অন্যদিকে আ.হ.তরা হলেন, আনিসুল হক ও নাহিদ।
জানা গেছে, এক প্রবাসী বাংলাদেশিকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। কেপটাউন থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বাফোল নামক শহরে মালবোঝাই একটি লরির সঙ্গে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখি সং.ঘ.র্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মৃ.ত্যু হয়।
গুরুতর আ.হ.ত দুই বাংলাদেশিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.