Beanibazarview24.com






ইতালিতে গত ১১ দিনের ব্যবধানে বিভিন্ন কারণে সাত বাংলাদেশি প্রা.ণ হা.রিয়েছেন।
জানা গেছে, গত ২৬ নভেম্বর মো. সাইফুল ইসলাম নামে এক যুবক রোমের অদূরে সিভিতা ভেক্কিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহ.ত হন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ।
গত ৫ ডিসেম্বর রেদুয়ানুর রহমান নামে বাংলাদেশিকে মৃ.ত অবস্থায় রাস্তায় পাওয়া যায়, তার বাড়ি ঢাকা। পুলিশ মৃ.তদে.হ ম.র্গে পাঠিয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।
একই দিনে কাতানিয়া সিসিলিতে মো. শাহ আলম নামে এক বাংলাদেশি যুবক হা.র্টঅ্যা.টাকে মা.রা যান।
৬ ডিসেম্বর মো. বারেক সারেং নামে আরেক বাংলাদেশি হার্টঅ্যা.টাকে দক্ষিণ ইতালির নাপোলির হাসপাতালে মা.রা যায়। তার গ্রামের বাড়ি শরীয়তপুরে।
একই দিনে রোমে হার্টঅ্যা.টাকে মা.রা যান ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. ফয়সাল খান।
ইমরান দরবারি নামে আরেক বাংলাদেশি ইতালির আনকোনা শহরে সড়ক দু.র্ঘটনায় মা.রা যায়। তার বাড়ি মাদারীপুর জেলায়।
বাংলাদেশি আরেক রেমিট্যান্স যো.দ্ধা মোহাম্মদ আজিম গত ৭ ডিসেম্বর ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন মা.রা গেছেন। তিনি ঢাকার বাসিন্দা ছিলেন।
চলতি মাসে কয়েক দিনের ব্যবধানে সাত বাংলাদেশির মৃ.ত্যুতে ইতালিতে অনেক প্রবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃ.খ প্রকাশ করেছেন।
জানা গেছে, মৃ.তদের বেশিরভাগ বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের অকা.ল মৃ.ত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শো.কের .ছা.য়া নেমে আসে।
সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শো.কসন্ত.প্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.