Beanibazarview24.com






সিলেট বিভাগের মানুষের কাছে সরকারি ভাবে চিকিৎসার একমাত্র ভরসার নাম এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু এ হাসপাতা’লে ওত পেতে থাকে একটি চক্র। যাদের টার্গেট থাকে গ্রাম থেকে আসা নিম্ন আয়ের সহ’জ-সরল মানুষ। সহযোগিতার নামে বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী অথবা অ’পারেশন থিয়েটারে থাকা রোগীর ঔষধ এনে দেওয়ার নামে এরা হাতিয়ে নেয় হাজার হাজার টাকা।




ডাক্তারের দেওয়া চিকিৎসা’পত্র (প্রেসক্রিপশন) হাতে নিয়ে তাদের নির্ধারিত ফার্মেসিতে গিয়ে সহযোগিতার নামে প্রতারণা করাই তাদের পেশা। এমন অবস্থায় অ’ভিযান চালিয়ে হাসপাতাল অভ্যন্তর থেকে ৯ দালালকে আ’ট’ক করেছে সিলেট মেট্রোপলিটন পু’লিশের কতোয়ালী থা’না।




সোমবার (৩১ মে) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে হাসপাতাল অভ্যন্তরে অ’ভিযান চালিয়ে তাদেরকে আ’ট’ক করা হয় বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পু’লিশের অ’তিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।




আ’ট’ককৃতরা হলেন- আমির আলী (৩৩), সোহেল (৩৬), মো. কা’মাল আহম’দ (৪৭), মো. জালাল উদ্দিন (২৮), শাহীন আহম’দ (৩০), আবুল কালাম (২৮), সালেহ আহমেদ (৩৪), মো. রাকিবুল ইস’লাম (২২)।




সিলেট মেট্রোপলিটন পু’লিশের অ’তিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, এরা একটি চক্র। তারা হাসপাতা’লে আসা রোগীদের সহযোগিতার নামে প্রতারণা করে টাকাপয়সা হাতিয়ে নিতো। এমন অনেক অ’ভিযোগ আছে। এসব অ’ভিযোগে পু’লিশের নজরদারি ছিলো। তাই তারা কিছুদিন থেকে দিনেরবেলা হাসপাতা’লে আসা বন্ধ করে দেয়।




কিন্তু রাতে তারা সক্রিয় হয়ে উঠে। এমন অবস্থায় গতকাল রাতে অ’ভিযান চালিয়ে হাসপাতাল অভ্যন্তরের বিভিন্ন জায়গা থেকে তাদের আ’ট’ক করা হয়েছে। তারা সবাই পেশাদার দালাল।
তাদেরকে মঙ্গলবার আ’দালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কতোয়ালী থা’নার ওসি এসএম আবু ফরহাদ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.