Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

কুলাউড়ায় ১৩ দিন পর স্কুলছা’ত্রীর লা’শ উত্তো’লন







আলোচিত স্কুলছা’ত্রীর রহ’স্যজনক মৃ’ত্যুর ১৩ দিন পর মৌলভীবাজার জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় স্কুল ছাত্রী কুলসুমা আক্তার তাসলিমার লা’শ উত্তো’লন করা হয়েছে।

গত ৫ জুলাই কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মহলাল (রফিনগর) গ্রামের জহুর উদ্দিনের মেয়ে কুলসুমা বেগম তাসলিমার স্বাভাবিক মৃ’ত্যু হয়েছে বলে দা’ফন করে তার পরিবার। সে কুলাউড়ার বরমচাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী। জন্ম নিবন্ধন অনুসারে তার জন্ম তারিখ ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি।



কিন্তু স্থানীয়রা তাসলিমার স্বাভাবিক মৃ’ত্যু হয়নি বলে এলাকায় গু’ঞ্জন এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে দাফনের তিনদিন পর রহ’স্যজনক মৃ’ত্যুর সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে নিয়ে কুলাউড়া থানা পু’লিশ তদন্ত করে মৃ’ত্যুর বিষয়টি সন্দে’হজনক হওয়ায় গত ১২ জুলাই লা’শ উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) আদালতের নির্দেশে মৌলভীবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিনের উপস্থিতিতে লা’শটি উত্তো’লন করা হয়।



এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইন’চার্জ ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী প্রমুখ। লা’শ ময়’নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হা’সপাতাল ম’র্গে পাঠানো হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী।

উল্লেখ্য, নওমুসলিম আব্দুল আজিজ ইসলাম ধর্ম গ্র’হণ করেন তাসলিমাকে বিয়ে করার জন্য। আজিজ জানান, দুই বছর পূর্ব থেকে তাসলিমার সাথে তার প্র’ণয়ের সম্পর্ক ছিলো। বিষয়টি তাসলিমার পরিবারের লোকজনও জানতেন। তার মায়ের মৃ’ত্যুর পর আর বাড়িতে গিয়ে তাসলিমার সাথে দেখা করা হয়ে ওঠেনি। বা’ধা হয়ে দাঁড়ান তাসলিমার বাবা জহুর উদ্দিন।



এদিকে নওমুসলিম আজিজ (পূর্বের নাম লিটন দাস) বরমচাল ইউনিয়নের চন্দ্রখলায় নিজের পিতৃপ’রিচয়, বং’শ, জা’ত-ব’র্ণ ত্যাগ করে থাকতেন বরমচাল কালামিয়ার বাজারে। সেখানে দেখা করতে আসাই কাল হয় তাসলিমার।

গত ৪ জুলাই সকালে বরমচাল কালামিয়ার বাজারে আজিজের সাথে দেখা করতে আসে তাসলিমা। কিন্তু সেখানে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গ্রাম পুলিশ কয়ছর মিয়াসহ তাসলিমাকে উদ্ধার করে বাড়িতে দিয়ে আসেন। এ বাড়ি ফেরাই ছিলো তার শেষ বাড়ি ফেরা।



ওইদিন বিকালে হঠাৎ অসু’স্থ্যতার কথা বলে সিএনজি অটোরিক্সা যোগে তাসলিমাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয় তার পরিবার। রাতে অ্যাম্বুলেন্সে করে তাসলিমার লা’শ নিয়ে ফিরে তার পরিবার। তার পরিবার জানায়, স্ট্রো’ক করে তাসলিমার মৃ’ত্যু হয়েছে। পরদিন শুক্রবার ৫ জুলাই সকাল ১১ টার দিকে দ্রুততার সহিত তাসলিমার দা’ফন সম্পন্ন করা হয়।

তবে স্থানীয় লা’শ দর্শণার্থীরা জানান, তাসলিমার গা’লে ও গ’লায় আ’ঘাতের চিহ্ন ছিলো। তারই সূত্র ধরে লা’শটি কবর থেকে উত্তো’লন করা হলো।
সূত্র:সিলেটভিউ২৪ডটকম







You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.